বিশ্ব কাপ ফুটবল নিউজ,ক্রিকেট বিশ্বকাপ,এক নজরে বিশ্বকাপ । World Cup Football News Cricket World Cup World Cup at a Glance

খেলা ধূলা বিশ্ব কাপ ফুটবল

প্রথম বিশ্বকাপ ফুটবল কবে , কোথায় অনুষ্ঠিত হয় ?
১৩ জুলাই , ১৯৩০ সালে উরুগুয়েতে ।

সর্বাধিক বিশ্বকাপে অংশ গ্রহণ করে কোন খেলোয়ার ?
মেক্সিকোর গোল রক্ষক অ্যন্টিনিও কার বাজাল ( ১৯৫০,৫৪,৫৮ , ৬২ , ৬৬ ) ও লুথার ম্যাথিউজ ( জার্মানী ) ১৯৮২ , ৮৬,৯০,৯৪ , ৯৮ ) ।

বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামের নাম কি ?
ব্রাজিলের মারকানা স্টেডিয়াম ( ২ লক্ষ আসন বিশিষ্ট প্রায় )

বিশ্বের প্রথম মহিলা রেফারির নাম কি ?
উত্তরঃ মহিলা রেফারির নাম পাবলো বাজেলি ।

প্রশ্নঃ বিশ্বকাপে বর্তমান শীর্ষ গোলদাতার নাম কি ?
উত্তরঃ মিরোস্লাভ ক্লোসা ( জার্মানি ) গোল সংখ্যা -১৬ ।


প্রশ্নঃ ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলেছে কোন্ দুটি দেশ ?
এবং চ্যাম্পিয়ন হয় কোন দেশ ?
উত্তরঃ ফাইনাল খেলেছে আর্জেন্টিনা ও জার্মানী । চ্যাম্পিয়ন হয়েছে জার্মানী ।

প্রশ্নঃ বিতর্কিত ফিফা প্রেসিডেন্ট সেফ ব্লাটার সাম্প্রতিক সময়ে কবে পদত্যাগ করেন ?
উত্তরঃ জুন ২০১৫ ইংরেজির প্রথম সপ্তাহে ।

প্রশ্নঃ ২০১৮ ও ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে ?
উত্তরঃ যথাক্রমে রাশিয়া কাতারে ।

 

বিশ্বকাপ ক্রিকেট


প্রশ্নঃ প্রথম বিশ্বকাপ ক্রিকেট কখন কোথায় শুরু হয়েছিল ?কয়টি দেশ অংশ নিয়েছিল ?কোন্ দেশ চ্যাম্পিয়ন হয়েছিল ?ফাইনালে ম্যান অবদা ম্যাচ কে ?
উত্তরঃ ৭ ই জুন ১৯৭৫ সালে ইংল্যান্ডে , এতে ৮ টি দেশ অংশ নিয়েচিল । চ্যাম্পিয়ন হয়েছিল - ওয়েষ্ট ইন্ডিজ । ম্যান অবদি ম্যাচ হয়েছিল ক্লাইভ লয়েড ।


প্রশ্নঃ ২০১৫ সালের একাদশ বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হয় কোন দেশ ?
উত্তরঃ অস্ট্রেলিয়া ( রানার্স আপ হয়েছে নিউজিল্যান্ড ) 

উত্তরঃ ইংল্যান্ডে
প্রশ্নঃ ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে ?
إرسال تعليق (0)
أحدث أقدم