বিশ্বের অবাক করা সব তথ্য । বিভিন্ন দেশের অজানা তথ্য । পাখির অজানা তথ্য । পৃথিবীর বিচিত্র তথ্য । All world Surprising information bdallpost

প্রঃ কোন্ দেশের শিশুদের গলা লম্বা করার জন্য তামার স্প্রিং পরিয়ে রাখা হত ?

উঃ ব্রহ্মদেশে ( কারণ উপজাতি ) ।


কোন্ দেশে ছাগল চুরির অরাধে শিরচ্ছেদ হয় ।

উঃ কঙ্গোদেশে ।


পৃথিবীর কোন্ ব্যক্তি হেঁটে হেঁটে কবরে যান এবং কবরে মাটি চাপা দেওয়া অবস্থায় কোন প্রকার আলোবাতাস খাদ্য ছাড়ায় ৪০ দিন জীবিত থেকে পুনরায় জীবিত অবস্থায় কবর থেকে বের হয়ে এসেছিলেন ?

উঃ এ ঘটনাটি অবাস্তব মনে হলেও এটি একটি সত্য ঘটনা । এটা ঘটেছে জাপানে । এই ব্যক্তির নাম কাশমানী তার বয়স ৪০ বছর । এ ঘটনার সময় পুরো সময় ধরে পুলিশ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।


কোন্ গাছ সব সময় কাঁদে ।

উঃ লরেন গাছ ।


কোন্ ব্যক্তি সেকেন্ডে গোটা পৃথিবী বিচরণ করতে পারে ?

উঃ ইবলিশ শয়তান ।


কোথাকার মানুষ শিষ দিয়ে কথাবার্তার কাজ চালায় ?

উঃ ক্যানারী দ্বীপপুঞ্জের অধিবাসীগণ ।


পৃথিবীর কোথায় আকাশে মাছের সাথে উড়ন্ত বিমানের ধাক্কা লেগে বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে ?

উঃ এ ঘটনা আশ্চর্যজনক হলেও সত্য । বাস্তবে এ ঘটনা ঘটেছে । আলাস্কা বিমান বন্দর থেকে যাত্রী নিয়ে একটি বিমান আকাশে উড়ছিল এ অবস্থায় বিমানের সামনে পড়েছিল এক ঈগল তার ঠোটে ছিল একটি বড় মাছ । বিমান সামনে পড়তেই ঈগল পাখিটা থতমত খেয়ে নিজের প্রাণ বাঁচাতে মুখ থেকে মাছটা ছেড়ে পালিয়ে যেতে চেষ্টা করলো । ফলে বিমানের সাথে ধাক্কা লাগলো মাছের । মাছের সাথে ধাক্কার ফলে বিমানের ককপিট ক্ষতিগ্রস্ত হয়েছিল ।


কোন্ ব্যক্তি ৪০ দিন জীবন্ত কবরে সুস্থ অবস্থায় ছিলেন ?

উঃ হযরত ইউনুস নবী । মাছের পেটে ।


প্রঃ কোন্ প্রাণী নিজের দেহের ওজনের ৪০ গুন বেশি ওজন বহন করতে পারে ?

উঃ পিপীলিকা ।


প্রঃ পৃথিবীর কোথাকার লোকেরা সাপ রান্না করে সাপের ঝোল বা জুস খায় ?

উঃ দক্ষিণ কোরিয়ার ক্রীড়াবিদরা । তাদের মতে এটা সবচেয়ে বেশি শক্তি জোগাতে পারে এর চেয়ে বলবর্ধক টনিক আর নেই । তারা প্রথমে সাপের পেট চিরে নাড়িভুড়ি বের করে মাথা কেটে ফেলে । পানি দিয়ে পাতিলটি আগুনে চাপিয়ে দেয় এবং ভালমত সিদ্ধ হলে কাপড় দিয়ে হেঁকে মহাআনন্দে তারা খায় ।


পৃথিবীর কোথাকার লোকেরা কুকুরের মাংস খায় ?

উঃ দক্ষিণ কোরিয়ানরা ।


প্রঃ পৃথিবীর কোন্ ব্যক্তি শুধু কাক মেরে বড়লোক বা ধনী হয়েছেন ?

উঃ সেসেল দ্বীপের “ মিঃ জেন্দাল বো ’ সে দেশের সরকার ঘোষণা দিয়েছিলেন যে যত কাক মেরে ফেলতে পারবে তাকে প্রতিটি কাকের জন্য ১০০০ টাকা পুরস্কার দেওয়া হবে কারণ সেদেশের মানুষ কাককে বোকা অশুভ ক্ষতিকর প্রাণী ভাবে । মিঃ জেন্দাল বো - ই সবার চেয়ে বেশি কাক মেরে বড় লোক হয়েছিল ।


পৃথিবীর কোথাকার লোকেরা বিয়ের যৌতুক হিসাবে একপাল কুকুর দিয়ে তাকে ?

উঃ ভারতের রাজস্থানের যোগী সম্প্রদায়ের বিয়েতে পাত্র ও কন্যা পক্ষ অভিভাবকদের মধ্যে চলে কে কত গুলো কুকুর দেবে না নেবে নিয়ে দরকষাকষি । মেয়ের বাবা বিয়ের রাতে জামাই এর হাতে তুলে দিতে হয় । যৌতুক স্বরূপ একপাল কুকুর । কুকুরগুলো হতে হবে বিশেষ ট্রেনিং প্রাপ্ত এদের এক দল শিকারের জন্য আর অন্য দল বাড়ি পাহারা দেবার জন্য ।


পৃথিবীর কোথাকার লোকেরা বিয়ের যৌতুক হিসাবে এক গুচ্ছ সাপ দিয়ে থাকে ?

উঃ ভারতের পূর্বাঞ্চলীয় " বেদেনী " উপজাতিরা কারণ তারা সাপ খেলা দেখিয়ে জিবীকা নির্বাহ করে তাই বিভিন্ন আকর্ষণীয় সাপ যৌতুক হিসাবে জামাইকে দিয়ে থাকে ।


এ বইয়ের আজব তথ্যগুলো কোথা থেকে কিভাবে সংগ্রহ করা হয়েছে ?

উঃ ইসলাম ধর্ম মতে “ ১৮ হাজার মাখলুখ " অর্থাৎ এ রহস্যময় পৃথিবেিত প্রায় ১৮ হাজার সৃষ্টির জীব রয়েছে । তার মধ্যে আমরা হয়তোবা খুব জোর ১ থেকে ২০০ প্রজাতীর জীব বা প্রাণীকে চিনি তাদের জীবন সমন্ধে জানি বাকি সব রয়েছে অজানা অচেনা রহস্যে ভরা । জাত - বেজাত নিয়ে জাতি - উপজাতি রয়েছে প্রায় সাড়ে তিন হাজার রকম মানুষ । বিভিন্ন দেশের বিভিন্ন জাতি উপজাতির চাল , চলন , রীতি , নীতি , প্রচলিত রেওয়াজ ভিন্ন রকম তাই দেশী , বিদেশী পেপার পত্রিকা , বিভিন্ন সাধারণ জ্ঞানের বই থেকে লেখক দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য পৃথিবীর আজব খবরগুলো সাজিয়ে দিয়েছেন এ বইয়ে । যেন আপনারা অতি সহজেই জানতে পারে এ রহস্যময় পৃথিবীকে ।


প্রঃ পৃথিবীর কোথায় সাপ ছিনতাই হয়েছিল ?

উঃ তাইওয়ানের ধনী ব্যক্তি মিঃ চিউছি হোরের সাপের খামারে একজন যুবক হঠাৎ করে হানা দিয়ে বন্দুকের নল উচিয়ে ধরে মিঃ হোরের কাছ থেকে দেড়শ বছর বয়েসী দাগহীন সাদা সাপটিকে ছিনিয়ে নিয়েছিল কারণ সাপটি প্রদর্শন করিয়ে মিঃ হোর অনেক টাকা আয় করতেন বলে তার ক্ষতি করার জন্য ।


কোথাকার মানুষ শিষ দিয়ে কথাবার্তার কাজ চালায় ?

উঃ ক্যানারী দ্বীপপুঞ্জের অধিবাসীগণ ।
إرسال تعليق (0)
أحدث أقدم