দাঁতের বেদনা,দাঁতের পোকা,পাণ্ডুরি,জন্ডিস কি খেলে আরোগ্য হয় ? বিডিঅলপোস্ট

 দাঁতের বেদনা,দাঁতের পোকা,পাণ্ডুরি,জন্ডিস কি খেলে আরোগ্য হয়?


দাঁতের বেদনাঃ দাঁতের যন্ত্রণা খুবই কষ্টদায়ক । দাঁতের যন্ত্রণা হলে তুলসীপাতা ও কালো মরিচ পেষণ করে বটিকা তৈরি করতে হবে এবং যে দাঁতে যন্ত্রণা হয়ে হচ্ছে , তার তলায় চেপে রাখলে দাঁতের যন্ত্রণা কমে যাবে।

দাঁতের পোকাঃ তুলসীপাতার রসের সঙ্গে কর্পূর মিশিয়ে তাতে তুলো ভিজিয়ে দাঁতের গোড়ায় রাখতে হবে।

পাণ্ডুরি : এই রোগ হলে প্রস্রাবে কষ্ট দেখা দেয়পেটে বেদনা দেখা দেয় । এই রোগ হলে রোগীকে এমনভাবে বসাতে হবে , যেন রোগীর নিম্ন অঙ্গ ( কোমর থেকে ) নীচু ভাবে থাকে । এবার তুলসীমঞ্জরীর কাথ তৈরি করার জন্য আঁচে বসাতে হবে । তখন ক্বাথের পাত্রটি সহ রোগীর কোমরের নিচে রেখে ওপরে চাপা দিতে হবে । যেন রোগীর নিম্নাঙ্গে ভাপ লাগে । ভাপ যেমন মূত্রেন্দ্রিয়ের উপর ছড়িয়ে পড়বে , সেই রকম পাথুরি গলে পিচ্ছিল হয়ে মূত্রদ্বারী দিয়ে বেরিয়ে যাবে । বিনা অস্ত্রোপচারে এই প্রয়োগের সাহায্যে পাথুরি বেরিয়ে যায় । 

জন্ডিস :  দেহে রক্ত কম হলে এই রোগ হয় । সারা দেহ হলুদবর্ণ হয়ে যায় । একে ন্যাবা ও ইংরাজীতে জণ্ডিস রোগ বলে । মুলো এবং তুলসী রক্তাল্পতা দূর করতে সর্বশ্রেষ্ঠ তুলসীর রস ১০ গ্রাম এবং ৫০ গ্রাম মূলোর রস একত্রে মিশিয়ে , তাতে গুড় মিশিয়ে খেলে আরোগ্য হয় । একমাস পর্যন্ত প্রত্যহ দিনের বেলা তিনবার খেতে হবে । তুলসীপাতা ৩ গ্রাম পুনর্নবার মূল ৩ গ্রাম , দুটি একত্রে পেষণ করে ৫০ গ্রাম পানিতে গুলে সেবন করতে হবে । দেহে রক্তাল্পতার জন্য হলদে হলে , তা দূর হবে । রোগীও সুস্থ হবে ।

মুখের দুর্গন্ধ : খাবার পর একটি বা দুটি তুলসীর পাতা মুখে রেখে চিবিয়ে খাবে । মুখের দুর্গন্ধ কেটে যাবে,দাঁতের পোকা - নষ্ট হবে ও পোকা লাগবে না । চোয়ালের দোষ হলে নষ্ট হয়ে যাবে ।

টাক পড়া : এটি একটি ভয়ানক রোগ । রক্ত দুষ্টি প্রভৃতি নানা কারণে এটি হয়ে থাকে । পিপুলের কলি ও তুলসীপাতা একসঙ্গে পেষণ করে টাকের ওপর লাগালে টাকপড়া আরোগ্য হয় । বিদ্যুতের শক্ লাগা : বিজলী অর্থাৎ ইলেকট্রিক কারেন্ট লেগে যদি কেউ অজ্ঞান হয়ে যায় , তাহলে তার মাথায় , মেরুদণ্ডে তুলসী রস মর্দন করতে থাকবে কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে । পায়ের তলাতেও তুলসীর রস রগড়াতে হয় । হাতের তালুতেও এইভাবে দিতে হবে ।

কানে কম শোনা : কানে কম শুনলে , অর্থাৎ শ্রবণশক্তি কম হলে- কানে তুলসীর রস অল্প গরম করে সেই রস কানের মধ্যে সকাল - সন্ধ্যায় ফোঁটা ফোঁটা করে দিলে ভাল কাজ হয় ।

إرسال تعليق (0)
أحدث أقدم