পুরুষ ও নারীর রাশির প্রাথমিক গণনা I মিথুন রাশির নারীর বৈশিষ্ট্য I কোন রাশির মেয়েরা প্রেমিকা হিসেবে কেমন I

পুরুষ ও নারীর রাশির প্রাথমিক গণনা



মেষ রাশি নারী - পুরুষ

পুরুষঃ মেষ রাশির পুরুষগণ অতিশয় মিষ্টভাসী । মিতব্যয়িতা তুষ্টি আর একগুণ আত্মীয় - বন্ধু এবং অন্যান্য সকলে যথেষ্ট ভালবাসে । এই রাশির লোকগণ একাধিক বিবাহ করিবে ।

নারীঃ মেষ রাশির নারীগণ নুপম সৌন্দর্য্যের অধিকারী ব্যবহার যেমন মুধুর তেমন অমায়িক । নেক কর্মে এদের গভীর আগ্রহ এবং শুরু ভক্তি এদের নৈমিত্তিক স্বভাব ।

বৃশ্চিক রাশির নারী - পুরুষ

পুরুষঃ এই রাশির পুরুষগণ অতিশয় ভাগ্যবান । স্বভাব চরিত্র অত্যাধিক শাঁস্ত প্রকৃতির যাহা ব্যবসা করিবে তাহাই সিদ্ধ হইবে ।

নারীঃ বৃশ্চিক রাশির নারীগণ অত্যন্ত নির্ভীক ধরনের । সর্বদাই তারা নিজের সুখ সুবিধার জন্য ব্যস্ত । উহাদের মুখ মন্ডলের নিখুত সৌন্দর্য মানুষের মন আকৃষ্ট করে ।

#ধনু রাশির নারী - পুরুষ

পুরুষঃ এই রাশির পুরুষদের স্বভাব অত্যন্ত উগ্র এবং ক্রদ্ধ প্রকৃতির । মনে মনে সর্বদা আল্লাহকে স্মরণ করিবে । সোমবার দিনটি অশুভ তবে বুধ ও বৃহস্পতিবার দিনটি অনুকূল ।

নারীঃ ধনু রাশির নারীরা এক প্রকার অতি সুন্দরী হয়ে থাকে উহাদের নাসিকা যেমন দীর্ঘ , চক্ষু তেমন উজ্জল নীল । দেখে ভুবন মোহিনী মনে হয় ।

মকর রাশির নারী পুরুষ

পুরুষঃ অতিশয় কোমল প্রকৃতির পুরুষ । দুনিয়ায় মান মালা ও সুখ ! শাস্তির অভাব নাই । এই লোকের জন্যে পশু লালন লাভজন দিনটি শুভ নয় তবে শনিবার দিনটি শুভ ।

নারীঃ মকর রাশির নারীদের দেহ্ কৃষ হবে শৈশব কৈশয়ে যথেষ্ট সুখ ভোগ করে । যৌবনে দুঃখের মধ্যে পতিত হলে ।

কুম্ভ রাশির নারী - পুরুষ

পুরুষঃ ইহাদের আকৃতি মধ্যম ধরনের । পাক পবিত্র থাকিতে ভালবাসে । স্বার্থপরতা ইহার আর এক স্বভাব । জ্বীন পরী দ্বারা ক্ষতিগ্রস্ত হইতে পারে । স্বামীর সঙ্গে হাসিমুখে বাক্যালাপ উহালের স্বভা : কল লোককে উহারা স্নেহ করে ।

মীন রাশির নারী - পুরুষ

পুরুষঃ ইহারা অত্যন্ত ঠান্ডা মোজের লোক । বৃস্পতিবার দিনটি ইহাদের জন্য মঙ্গলজনক ।

নারীঃ মীন রাশির নারীরা সৌভাগ্যবতী । স্বামীকে ভালবাগ দ্বারা করে রাখে । উহারা ধর্ম ভীরু এবং নেককার । ধর্মীয় বিধান পালনে উহারা অত্যন্ত সজাগ !

إرسال تعليق (0)
أحدث أقدم