হামজ্বর এর লক্ষণ_ করণীয় ও প্রতিকার | নবজাতক শিশুর হাম হলে করণীয় । শিশুদের হাম হলে করণীয়

  হামজ্বর এর লক্ষণ : 

এই রোগে শিশুরাই বেশী আক্রান্ত হয় । প্রথমে সর্দি , কাশি হাঁচি , মাথা যন্ত্রণা, জ্বর , বেদনা প্রকাশ পায় । পরে অরুচি , কোষ্ঠকাঠিন্য বা উদরাময় শ্বাসকষ্ট , বমি বা বমিভাবসহ লাল লাল চাকা চাকা দাগ অথবা ফুস্তরি মতো হাম বের হয় রোগের লক্ষণ প্রকাশ পেলে মেথি ভিজানো পানি ১ চামচ করে কয়েক ঘণ্টা পর পর খাওয়ানো উচিত ।


চিকিৎসা : ৫০০ শত গ্রাম পানিতে ১০ গ্রাম জোয়ান , ৫ গ্রাম বারুই, ৫ গ্রাম কুড, ৫ গ্রাম মেধি সিদ্ধকরে পানি ২০০ শত গ্রাম হলে নামিয়ে ঠাণ্ডা করে ছেঁকে রাখতে হবে । সকালে দুই চামচ সন্ধ্যায় দুই চামচ করে কয়েকদিন খাওয়াতে হবে । ( দ্রব্যগুলো যে কোন দশকর্মা ভাণ্ডারে পাওয়া যায় ) ।


পথ্য : লঘুপাচ্য ও পুষ্টিকর খাদ্য খাওয়ানো উচিত । মিছরী পানি , দুধ খাওয়ানো প্রয়োজন । তেল , ঘি জাতীয় খাদ্য খাওয়ানো নিষেধ ।

إرسال تعليق (0)
أحدث أقدم