জ্ঞানী লোকে কয় যেমন কর্ম তেমন ফল_কোন কাজ করিলে কি হয়। কোন কাজ করিলে চোখের দৃষ্টি শক্তি কমে যায় ?

 প্রঃ কোন কাজ করিলে বিবেক বুদ্ধি কমে যায় ?

উঃ ভাঙ্গা চিরুনী দিয়ে মাথা আঁচড়ালে ।


প্রঃ কোন কাজ করিলে শয়তানী বুদ্ধি মনে পড়ে যায় ?

উঃ ভাঙ্গা আয়নার মুখ দেখলে ।


প্রঃ কোন কাজ করিলে সংসারে দেনা লেগে থাকে ?

উঃ সন্ধ্যার আগে উঠান ও ঘর ঝাড়ু না দিলে।


প্রঃ কোন কাজটি করিলে দোকান ধ্বংস হয়ে যায় ?

উঃ দোকানের টাকা জিনার কাজে খরচ করলে ।


প্রঃ কোন টাকা দ্বারা ব্যবসা করলে মুলধন গায়েব হয়ে যায় ?

উঃ গামছায় বাঁধিয়া সদায় আনলে ।


প্রঃ কোন কাজ করিলে জীবনে অনেক দুঃখ কষ্ট করতে হয় ?

উঃ শিশু বাচ্চা ও গৃহপালিত পশু পাখিকে লাথি মারলে ।


প্রঃ কোন কাজ করিলে জীবনে কোনদিনই উন্নতি করতে পারে না ?

উঃ দাঁত গিয়ে নখ কাটলে ।

প্রশ্নঃ কোন্ কাজ করিলে স্ত্রীর প্রতি স্বামীর মহব্বত কমিয়া যায় ?

উত্তরঃ স্বামীর বংশ তুলে খারাপ তুলনা করা ও স্বামীর বংশ তুলিয়া বাজে ভাষায় গাল মন্দ করিলে স্বামীর মহব্বত কমিয়া যায় ।


প্রঃ কোন কাজ করিলে স্বাস্থ শুকিয়ে যায় ? উঃ পানি কম পান করলে ।


প্রঃ কোন কাজটি করিলে খুজরী - পাঁচড়া রোগ ভাল হয় ?

উঃ দুষিত খুজলি পাঁচড়ায় দধি মাখিয়ে কুকুর দিয়ে চাটালে খুজরী - পাঁচড়া রোগ ভাল হয় ।


প্রঃ কোন কাজ করিলে চোখের দৃষ্টি শক্তি কমে যায় ?

উঃ পানেরপিক পায়ে মাখালে ।


প্রঃ কোন কাজ করিলে রোগব্যধি লেগে থাকে ?

উঃ সূর্যাস্ত ও সূর্যউদয়ের সময় অধিকাংশ সময় খানা খেলে রোগব্যধি লেগে থাকে ।


প্রঃ কোন কাজ করিলে অকালে দাঁতের পড়ে যায় ?

উঃ পায়খানায় বসে ঘনঘন থুথু ফেলীলে ।


প্রঃ কোন কাজট করিলে কাটা ঘায়ের রক্ত পড়া বন্দ হয়ে যায় ?

উঃ দূর্বাঘাস চিবিয়ে অথবা বাটিয়ে লাগালে ।


প্রঃ কোন কাজ করিলে ভূত প্রেত ও জ্বিনের দৃষ্টি হতে রক্ষা পাওয়া যায় ?

উঃ ত্রিশুল মূল অঙ্গে ধারণ করলে ।

Related tag....

-------------------

স্বপ্নে ডাব দেখলে কি হয়।

স্বপ্নে পিঠা দেখলে কি হয়।

স্বপ্নে ভাত খেতে দেখার ব্যাখ্যা।

স্বপ্নে নারকেল গাছ দেখলে কি হয়।

স্বপ্নে তাল দেখলে কি হয়।

إرسال تعليق (0)
أحدث أقدم