Treatment of dermatitis_ scabies_ herpes zoster_ bronchitis ! চর্মরোগের চিকিৎসায় ! ব্রন বা মুখের ফুস্কুড়ির চিকিৎসা ! দাদ সারাতে ফল লাগানো

চর্মরোগের চিকিৎসায়,মেয়েদের মুখের ব্রণ দূর করার ক্রিম


চর্মরোগ সারাতে ওষুধ খাওয়া ও ওষুধ লাগাবার প্রয়োজন হয় । কিন্তু চামড়ার ওপর শুধু ফল লাগালেও উপকার পাওয়া যেতে পারে ।


খোস পাঁচড়া জাতীয় অসুখে : যেখানে খোস পাঁচড়া হয়েছে সেই স্থানটা প্রথমে নিমপাতা পানিতে ফুটিয়ে নিয়ে সেই পানি দিয়ে ধুয়ে নিতে হবে । তারপর সেখানে পাতিলেবুর রস লাগাবেন । সরাসরি পাতিলেবুর রস না লাগিয়ে অনেক সময় পাতিলেবুর রস অল্প পানিতে মিশিয়ে লাগালেও উপকার পাওয়া যায় । যেখানে বেশি বা উৎকট ধরনের পাঁচড়া হয়েছে সেখানে পাতিলেবুর রস পানির সঙ্গে মিশিয়ে লাগাতে হবে । কমলালেবুর খোসা বেটে লাগালেও চর্মরোগে ভাল উপকার পাওয়া যায় ।


দাদ সারাতে ফল লাগানো ঃ * সাধারণত রক্ত পরিষ্কার না থাকলে নানাবিধ চর্মরোগের সঙ্গে দাদও হতে পারে । অতএব রক্ত পরিষ্কার করবার জন্যে ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে নিমপাতা সেদ্ধ করে সে পানি দিয়ে যেখানে দাদ হয়েছে সেই স্থান ধুয়ে নিয়ে পাতিলেবুর রস পানিতে মিশিয়ে লাগালেও উপকার পাওয়া যাবে । কমলালেবুর বা পাতিলেবুর খোসা বেটেও লাগানো যেতে পারে । সব সময়ে টাটকা পাতিলেবুর বা কমলালেবুর খোসার ব্যবস্থা না করতে পারলে তিল তেলের সঙ্গে পাতিলেবু ও কমলালেবুর খোসার রস মিশিয়ে ফুটিয়ে নিয়ে সেই তেল শিশিতে করে রেখে দেবেন । এই তেলের নিয়মিত ব্যবহারে আশ্চর্যজনক উপকার পাবেন ।


ব্রন বা মুখের ফুস্কুড়ির চিকিৎসা : ১ ষাট গ্রাম বেসন ( ৪ টেবিল চামচ ) পঞ্চাশ গ্রাম ( ৩ টেবিল চামচ ) পাতিলেবুর রসে মিশিয়ে মুখে যেখানে ব্রন হয়েছে বা ফুস্কুড়ি হয়েছে সেখানে কিছুক্ষণ লাগিয়ে রাখুন । মনে রাখবেন এই প্রলেপ লাগাবার আগে মুখ ভাল করে ধুয়ে নিয়ে শুকনো করে মুছে নিতে হবে । এই প্রলেপ মুখে লাগাবার পর কিছুক্ষণ অপেক্ষা করুন । ভিজে ভাব যখন শুকিয়ে আসবে সেই সময় আস্তে আস্তে মালিশ করুন । এরপরে মুখ আবার ভাল করে ধুয়ে ফেলুন । এবারে মুখ ভাল করে মুছে নিয়ে তিলের তেলের সঙ্গে কমলালেবুর খোসার রস মিশিয়ে ফুটিয়ে নিয়ে ঠাণ্ডা করে মুখে মাখবেন । এই তেল শিশিতে আগে থেকেই তৈরি করে রাখবেন । এইভাবে পর পর কিছুদিন বেসন - পাতিলেবুর মিশ্রণ মুখে লাগানো ও ধুয়ে ফেলা এবং তিল - কমলালেবুর খোসার ফোটানো রস মুখে লাগালে মুখের ব্রন , ফুস্কুড়ি বা অন্য কোন ধরনের দাদে খুবই উপকার পাবেন । এ ছাড়া মুখের চামড়াতেও চাকচিক্য আসবে এবং রঙও ফর্সা হতে পারে ।
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন