দাঁতের যন্ত্রণার লক্ষণ ঃ ঠাডা লাগা , পেটের গণ্ডগোল এবং দাঁত অপরিষ্কার থাকলে দাঁতের যন্ত্রণা হয় ,মাড়ি ফোলা।
চিকিৎসাঃ-
ভেরেণ্ডা গাছের পাতা ৫০ গ্রাম , নারিকেল পাতা ৫০ গ্রাম , পেয়ারা পাতা ৫০ গ্রাম , মতিহার তামাক পাতা ৫ গ্রাম পরিমাণ নিয়ে রােঁদে ভালাে করে শুকিয়ে আগুনে পুড়িয়ে ছাই করে ছাইটাকে ভালাে করে ন্যাকড়া দিয়ে ছেঁকে নিতে হবে । এরপর ওর মধ্যে ৫ গ্রাম ফিটকিরি চূর্ণ ১০ গ্রাম কর্পূর ২ গ্রাম মেস্তর চুর্ণ দিতে হবে । এবার দ্রব্যগুলি ভালাে করে মিশিয়ে একটা শিশিতে ভরে রেখে দিবে।দিনে ২ বার রোজ সকালে ঘুম থেকে উঠে এবং রাত্রে শােবার আগে এই পাউডার দিয়ে দাঁত মাজুন অন্তত ১০ মিনিট বরে ১ মাস।
নিষেধঃ-
নরম এবং তরল জাতীয় খাদ্য আহার করা উচিত ।
চিকিৎসাঃ-
ভেরেণ্ডা গাছের পাতা ৫০ গ্রাম , নারিকেল পাতা ৫০ গ্রাম , পেয়ারা পাতা ৫০ গ্রাম , মতিহার তামাক পাতা ৫ গ্রাম পরিমাণ নিয়ে রােঁদে ভালাে করে শুকিয়ে আগুনে পুড়িয়ে ছাই করে ছাইটাকে ভালাে করে ন্যাকড়া দিয়ে ছেঁকে নিতে হবে । এরপর ওর মধ্যে ৫ গ্রাম ফিটকিরি চূর্ণ ১০ গ্রাম কর্পূর ২ গ্রাম মেস্তর চুর্ণ দিতে হবে । এবার দ্রব্যগুলি ভালাে করে মিশিয়ে একটা শিশিতে ভরে রেখে দিবে।দিনে ২ বার রোজ সকালে ঘুম থেকে উঠে এবং রাত্রে শােবার আগে এই পাউডার দিয়ে দাঁত মাজুন অন্তত ১০ মিনিট বরে ১ মাস।
নিষেধঃ-
নরম এবং তরল জাতীয় খাদ্য আহার করা উচিত ।