ডায়াবেটিস ও ব্লডসুগার,লক্ষণ এবং তার চিকিৎসা।

ডায়াবেটিস এবং ব্লডসুগার
লক্ষণ‌‌:-
ও প্রবল ক্ষুধা ও তৃষ্ণা, বার বার প্রস্রাব , শরীর শীর্ণ প্রভৃতি এই রােগের লক্ষণ ।
প্রস্রাব পরীক্ষার দ্বারা রোগ নির্ণয় সম্ভব।
সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করতে হবে । এরাগ দুরকমের । প্রস্রাবে সুগার বা শর্করা , এবং শর্করা বিহীণ প্রস্রাব ।
চিকিৎসাঃ-
দুবেলা খাবারের সঙ্গে ১টি নগরে ১ কোয়া রসুন চিবিয়ে খেতে হবে পর পর ৪৫ দিন ।
অথবা , ১৫ - ২০টি নিমপাতা এবং ৫ / ৬টি গােলমরিচ ভােরবেলা একসাথে চিবিয়ে খেতে হবে পর পর ৪৫ দিন।
এছড়া কাঁচা আম পাতা শুকিয়ে গুড়ো করে ৫ গ্রাম মতাে এবং কালাে জামের বিচি শুকিয়ে গুড়াে করে ২গ্রাম মতাে একত্রে মিশিয়ে রােজ খেতে হবে দিনে দুবার করে ৪৫ দিন ।
নিষেধ ঃ-
ভাত না খেতে পারলে সবচেয়ে ভাল । না পারলে একবেলা ভাত একবেলা রুটি । মিষ্টি দ্রব্য ও মাটির নীচের জিনিস খাওয়া নিষেধ ।
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন