Bengali funny jokes. Funny jokes. mojar jokes bangla sms I বাংলা মজার জোকস। ফানি জোকস

১/ শিক্ষক : ছাত্ররা শোনো , তোমরা কখনো পরের উপকার করতে ভুলবে না । যে উপকার করে না সে মানুষ না । একজন ছাত্র হঠাৎ বলে উঠল , স্যার , আপনার ক্ষেত্রে কি এটা প্রযোজ্য ?
শিক্ষক : কেন এ ধরনের প্রশ্ন করছ ?
ছাত্র : সেদিন পরীক্ষার হলে কী বিপদে পড়েছিলাম । কিন্তু উত্তর বলে দিয়ে একটুও উপকার করেন নি ।



২/ খেতে বসে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর অভিযোগ :
স্বামী : কী যে রান্না করেছ সব গোবরের মতো স্বাদ ৷
স্ত্রী : হায়রে পোড়া কপাল , তুমি আবার গোবরও খেয়েছ ?



৩/ একজন খ্যাতনামা গোয়েন্দা লেখককে একটা প্রশ্ন করলেন একজন সাংবাদিক ।
সাংবাদিক : আপনি কী করে গোয়েন্দা কাহিনীর লেখক হলেন ?
লেখক : আসলে আমি ছিলাম একজন রোমান্টিক ঔপন্যাসিক । আমার সেসব রোমান্টিক উপন্যাসের কাহিনীগুলোর জন্য প্রকাশক খুঁজে খুঁজে বের করতে গিয়ে গোয়েন্দা কাহিনীর লেখক হয়ে গেলাম ।



৪/ ডাক্তার এবং রোগীর মড়েধ্য কথোপকথন :
ডাক্তার : আমার দেওয়া প্রেসক্রিপশন ফলো করছেন তো ?
রোগী : সেটা ফলো করলে মারাই যেতাম । তার মানে !
ডাক্তার : রোগী : চারতলা থেকে প্রেসক্রিপশনটা নিচে পড়ে গেছে , বুঝুন এবার তাহলে ।



৫/ চাকর ও মালিকের মধ্যে কথা হচ্ছে :
মালিক : আচ্ছা , বল তো কারা জোড়া শব্দে কথা বলে ? যেমন : সাহেব - টাহেব , মানুষ - টানুষ , গরু - টকু ইত্যাদি ।
চাকর : ওই যতসব ছোটলোক - টোটলোক , মুটে - টুটে এইসব ।
মালিক : তাহলে নিজের পরিচয়টাও সেই সাথে দিয়ে দিলে ।



৬/ শিক্ষক ক্লাসে এসে উপস্থিত হন এবং দেখেন দুই ছাত্র কথা বলছে । এ সময়ে শিক্ষক ছোটন নামক এক ছাত্রকে বললেন , ছোটন তুমি কথা বলছ কেন ? আর একবার কথা বললে ক্লাস থেকে বের করে দেব । ছোটন : আমি কী বসে থাকব ?
শিক্ষক : বেয়াদব ! কী করবে তুমি ?
ছোটন :  পায়ের ওপর ভর দিয়ে দৌড়ে পালাবো ।



৭/ক্রেতার এবং বিক্রেতার কথোপকথন :
ক্রেতা : ভাই , আপনার দোকান থেকে এক মাস আগে একটি মোবাইল নিয়েছিলাম । সেই মোবাইলের এক বছরের গ্যারান্টি দিয়েছিলেন । আর এখন...
বিক্রেতা : আপনার মোবাইলের কী হয়েছে ?
ক্রেতা : চুরি হয়ে গেছে !



৮/ ম্যানেজার ও দারোয়ানের মধ্যে কথোপকথন :
দারোয়ান : স্যার সর্বনাশ হয়ে গেছে , টাকা নিয়ে ব্যাংক । থেকে ফেরার পথে তিন মাস্তান টাকা ছিনতাই করেছে ।
ম্যানেজার : কিন্তু তোমাকে না একটি গুলিভর্তি পিস্তল দিলাম ।
দারোয়ান : আল্লাহর রহমতে ওরা পিস্তলটা নিতে পারে নি স্যার ।


৯/ শিক্ষক ও ছাত্রের মধ্যে কথোপকথন :
শিক্ষক : সাকিব বল তো বাংলায় কাল কত প্রকার ও কী কী ?
সাকিব : স্যার চার প্রকার ।
শিক্ষক : কী কী ? সাকিব : ১. গতকাল , ২. সকাল , ৩. বিকাশ ও ৪ আগামীকাল । তবে এর বাইরে আছে সমকাল , ক্ষণকাল ও মহাকাল ।


১০/ দুই বন্ধুতে কথা হচ্ছে :
প্রথম বন্ধু : আচ্ছা করিম , তুই কাকে ভয় করিস ? বাঘ না মশাকে ?
দ্বিতীয় বন্ধু : আমি বাঘকে বেশি ভয় করি ।
প্রথম বন্ধু : আমি মশাকে ভয় করি ।
দ্বিতীয় বন্ধু : কেন ?
প্রথম বন্ধু : বাঘের ভয়ে আমরা বাঘকে খাঁচায় বন্দি করি । কিন্তু মশার ভয়ে আমরা নিজেরাই খাঁচায় ( মশারিতে ) ঢুকি ।
إرسال تعليق (0)
أحدث أقدم