প্রয়োজনীয় কথা স্বাস্থ্য মানুষের সব চেয়ে বড় সম্পদ ।

অশ্বত্থ গাছ  ঃ
ধাতুরোগ : ১০ গ্রাম অশ্বত্থ গাছের ছাল ও ২ গ্রাম কচি কুঁড়ি ২ কাপ পানিতে সিদ্ধ করে সেই পানি ১ চামচ চিনিসহ সেবন করলে ধাতুরোগ নিরাময় হয় । প্রতিদিন ১ বার করে ১ মাস ।

পিত্ত এবং রক্তের দোষে ঃ ১০ গ্রাম অশ্বত্থের ছাল ২ কাপ পানিতে সিদ্ধ করে ১ চামচ মধু মিশিয়ে খেতে হবে রোজ ১ বার করে ১ মাস ।
পোড়া ঘায়ে : অশ্বত্থ গাছের ছাল পোড়ানো গুঁড়ো ঘায়ের ওপর পাউডারের মতো লাগালে ঘা সেরে যায় । অশোক গাছ :
ধাতুরোগ ঃ ৫ গ্রাম অশোখ ছাল ২ কাপ পানিতে সিদ্ধ করে ১ কাপ থাকতে নামিয়ে নিতে হবে । ঐ ছাল সকালে টিফিনের পর খেতে হবে প্রতিদিন ১ বার করে ১ মাস ।
রক্তপ্রদরে ঃ ১০০ গ্রাম গরুর দুধ , ৫ গ্রাম অশোক ছাল এবং ৫ গ্রাম পানি একত্রে সিদ্ধ করে নিতে হবে । এরপর ছেঁকে নিয়ে সকালে টিফিনের পর খেতে হবে প্রতিদিন ১ বার করে ১৫ দিন । ১৯

অনস্তমূল
জিভের ঘায়ে ৪ ১ গ্রাম পরিমান অনন্তমূল সামান্য ভেড়ার দুধের সঙ্গে বেটে জিভে লাগালে ঘা সেরে যায় । ২/৩ দিন ।
আমবাতে ঃ ৫ গ্রাম অনন্তমূল ২ কাপ পানিতে সিদ্ধ করে সেই পানি রোজ একবার করে খেতে হবে ১০ দিন ।
আমাশয়ঃ ১ গ্রাম অনন্তমূল বেটে মধুসহ সেবন করলে আমাশয় নিরাময় হয় । ৭ দিন সেবন করতে হবে । পাথুরিরোগ ঃ ২ গ্রাম অনন্তমূল সামান্য গরুর দুধসহ বেটে প্রতিদিন ১ করে খেতে হবে ১০ দিন ।
إرسال تعليق (0)
أحدث أقدم