প্রশ্নঃ কখন ব্যবসায় যাত্রা করিলে ব্যবসায় মারাত্মক লোকসান হয় ?
উত্তরঃ যাত্রার প্রাক্কালে সম্মুখ দিয়ে বাম দিকে কুকুর চলিয়া গেলে ।
প্রশ্নঃ কোন্ কাজ করিলে স্ত্রীর প্রতি স্বামীর মহব্বত চলিয়া যায় ?
উত্তরঃ পানির কলসী ঢাকিয়া না রাখিলে ।
প্রশ্নঃ কোন্ কাজ করিলে গৃহের শান্তি চলিয়া যায় ?
উত্তরঃ সন্ধ্যার সময় ঢেকিতে ধান বানিলে ।
প্রশ্নঃ কোন কাজ করিলে শয়তান তাকে আছর করে ?
উত্তরঃ অলস ও বেকার নাপাক শরীরে থাকিলে I
প্রশ্নঃ কি কারণে গৃহের শান্তি চলিয়া যায় ?
উত্তরঃ ঘরে মাকড়সার জাল থাকিলে ।
প্রশ্নঃ কোন্ কাজ করিলে শত্রু চিরতরে পদানত হইয়া থাকে ?
উত্তরঃ সূর্যগ্রহণের সময় শ্বেত ধৃতরা মূল আহরণ করিয়া সঙ্গে ধারণ করিলে ।
প্রশ্নঃ কোন কাজ করিলে স্বামী স্ত্রীর কোপদৃষ্টিতে পড়িতে হয় ?
উত্তরঃ ঘরের চালা হইতে বন বা খড় আনিয়া খিলাল করিলে ।
প্রশ্নঃ কোন জিনিস দেখিয়া যাত্রা করিলে যাত্রায় অমঙ্গল ঘটে ?
উত্তরঃ ভাংগা কলসী ও মুড়া ঝাটা দেখিয়া যাত্রা করিলে ।
প্রশ্নঃ কোন কাজ করিলে লক্ষ্মী ভয় পাইয়া যায় ?
উত্তরঃ বড় গ্রাসে খানা খাইলে ।
প্রশ্নঃ কোন্ কাজ করিলে পাথৱী রোগ হয় ?
উত্তরঃ শুকনা চুন দ্বারা পান খাইলে ।
প্রশ্নঃ কোন্ জিনিস সঙ্গে থাকিলে ভূত , প্রেত ও জ্বিনের দৃষ্টি হইতে রক্ষা পাওয়া যায় ?
উত্তরঃ ত্রিশুল মূল অঙ্গে ধারণ করিলে ।
প্রশ্নঃ কোন্ কাজ করিলে ক্ষেতের ফসল কমিয়া যায় ?
উত্তরঃ কুলয়ে লাথি মারিলে।
প্রশ্নঃ কোন্ কাজ করিলে বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে ?
উত্তরঃ অবলা নারীর বিশ্বাসের প্রতি বিশ্বাস ঘাতকতা করিলে ।
প্রশ্নঃ কোন কাজ করিলে অপমৃত্যু ঘটে ?
উত্তরঃ কোন নিঃসহায় বিধবা সম্পর্কে ব্যভিচারের কুৎসা রটাইলে ।
প্রশ্নঃ কোন্ কাজ করিলে রহমতের ফেরেস্তা বাড়ী ছাড়িয়া চলিয়া যায় ?
উত্তরঃ রাত্রিতে ঘর ঝাট দিয়া ময়লা বাহিরে ফেলিলে ।
প্রশ্নঃ কোন্ কাজে শয়তান তাহাকে দোস্ত বলিয়া স্বীকার করিয়া লয় ?
উত্তরঃ আল্লাহকে গালি দিলে ।
প্রশ্নঃ কোন্ কাজ করিলে মৃত্যুর আগে ভিক্ষা করিয়া খাইতে হয় ?
উত্তরঃ ফলবান বৃক্ষের গোড়ায় পায়খানা প্রস্রাব করিলে ।
প্রশ্ন কোন কাজ করিলে মাথায় বজ্রপাত ঘটে ?
উত্তরঃ কোনও বিপদাপন্ন অসহায় ব্যক্তিকে আশ্রয়ের আশ্বাস দিয়া বিশ্বাস ঘাতকতার মাধ্যমে তাহাকে হত্যা করিলে ।
প্রশ্নঃ কোন কাজ করিলে ঘর ভাগ্যলক্ষ্মীতে পরিপূর্ণ হইয়া উঠে ?
উত্তরঃ সূর্যোদয়ের পূর্বে গৃহবধু গাত্রোত্থান পূর্বক ঘরবাড়ী ঝাট দিয়া এবং বাসি হাড়ি বাসন পরিস্কার করিয়া ঘরে পানি ছিটাইয়া নিলে |
প্রশ্নঃ কখন ঝগড়া বিবাদ করিলে তার ফল অত্যন্ত মারাত্মক হয় ?
উত্তরঃ ভোরে , দুপুরে , সন্ধ্যায় এবং রাত্রির প্রথম , দ্বিতীয় ও তৃতীয় প্রহরে ঝগড়া বিবাদ করিলে তাহার ফল অত্যন্ত মারাত্মক আকার ধারণ করে এবং এই সময়ে কোনও পিতামাতা তাহার সন্তানকে অভিশাপ দিলে উহা আল্লাহর দরবারে কবুল হইয়া যায় ।
প্রশ্নঃ কোন্ কাজ করিলে দাম্পত্য জীবন অশান্তিময় হয় ?
উত্তরঃ জন্মদিনে বিবাহ করিলে ।
প্রশ্নঃ কোন্ কাজ করিলে অতিসত্তর স্বাস্থ্য হানি ঘটে ?
উত্তরঃ চন্দ্র সূর্যমুখি হইয়া পায়খানা প্রস্রাব করিলে ।
প্রশ্নঃ কোন্ কাজ করিলে অকালে দাঁত পড়িয় ৷ যায় ?
উত্তরঃ পায়খানায় বসিয়া ঘন ঘন থুথু ফেলিলে ।
প্রশ্নঃ কোন কাজ করিলে মানুষ চিররোগা হয় ?
উত্তরঃ সূর্যাস্ত কিংবা সূর্যোদয়ের সময় প্রায়শ আহার করিলে ।
প্রশ্নঃ কোন কাজ কারিলে মানুষ ধাতব ব্যধিতে পঙ্গু হইয়া যায় ?
উত্তরঃ কোন মেয়ের শ্লীলতা সম্পর্কে সমাজে কুৎসা রটনা করিলে ।
প্রশ্নঃ কোন কাজ করিলে চোখের জ্যোতি কমিয়া যায় ?
উত্তরঃ বিড়ি তামাক সেবন করিয়া পানি পান করিলে এবং স্ত্রীর গুপ্ত অঙ্গের দিকে তাকাইলে ।
প্রশ্নঃ কোন কাজ করিলে স্বাস্থ্য ওকাইয়া যায় ?
উত্তরঃ পানি কম পান করিলে ।
প্রশ্নঃ কোন কাজ কারিলে যৌবনে অন্ধত্ব বরণ করিতে হয় ?।
উত্তরঃ নাবালিকার সহিত যৌন মিলন করিলে
প্রশ্নঃ কোন কাজ করিলে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হইতে হয় ?
উত্তরঃ দাঁতের ময়লা হাতে আনিয়া শুকিলে ।
প্রশ্নঃ কোন্ জিনিস সংগে রাখিলে ব্যবসা - বাণিজ্যে প্রচুর লাভবান হওয়া যায় ?
উত্তরঃ ত্রিশুল মূল অংগে ধারণ করিলে ।
প্রশ্নঃ কোন্ জিনিস সংগে রাখিলে সর্বপ্রকার বিপদ - আপদ হইতে রক্ষা পাওয়া যায় ?
উত্তরঃ বৃহদারকার মূল সংগে রাখিলে ।