প্রশ্নঃ কোন্ সময় নামাজ পড়া নিষেধ ?
উত্তরঃ সূর্য উদয় এবং অস্ত ও মাথার উপর খাড়া অবস্থায় ।
প্রশ্নঃ সকল প্রকার রোগ হইতে মুক্তি পাইবার আমল কি ? উত্তরঃ প্রত্যহ ফজরের সুন্নত নামাজের পর ফরজ পড়িবার আগে বিগ্মিল্লাহ মিলাইয়া সূরা ফাতেহা ১৪ বার পাঠ করিলে ।
প্রশ্নঃ স্ত্রীকে তালাক দেওয়া ছাড়াও কোন্ কাজের জন্য স্ত্রী স্বামীর কাছে হারাম হয়ে যায় ?
উত্তরঃ স্ত্রীর হায়েজের সময় জোর পূর্বক মিলন হইলে ।
প্রশ্নঃ কোন কাজে স্মরণ শক্তি বৃদ্ধি পায় ?
উত্তরঃ অধিক রোজা রাখিলে ।
প্রশ্নঃ কোন্ দিনের একটি রোযা ২০০ বৎসর এর জিহাদের সমান ?
উত্তরঃ জেলহজ্বের পহেলা তারিখের রোযা ।
প্রশ্নঃ কোন্ দিনের প্রতি কদমে ১ হাজার নেকি মিলে ?
উত্তর : ঈদুল আযহার নামাজ পড়ে আসার সময়।
প্রশ্নঃ কোন দোয়া পড়িয়া ঘরের দরজা দিলে চুরি হয় না ?
উত্তরঃ আয়তুল কুরছি পাঠ করিয়া দরজা দিলে ।
প্রশ্নঃ দুনিয়াটা কাদের জন্য বেহেস্ত স্বরূপ ?
উত্তরঃ কাফেরদের জন্য ।
প্রশ্নঃ কোন্ ব্যক্তি বে - ঈমান হয়ে যাবে ?
উত্তরঃ যে ওজনে কম দেয় ।
প্রশ্নঃ বেহেস্তে যত প্রকার আনন্দ দায়ক বস্তু আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আনন্দ কি ?
উত্তরঃ সবচেয়ে আনন্দ দায়ক বিষয় হচ্ছে আল্লাহর সাথে বান্দার সাক্ষাত ।
প্রশ্নঃ কোন্ শিশুকে বাঘে লালন পালন করিত ?
উত্তরঃ সাদ্দাতকে ।
প্রশ্নঃ কোন্ বস্তু খাইলে মৃত্যু ব্যতিত সকল রোগ সারে ?
উত্তরঃ কালজিরা ( হাদীস ) ।
প্রশ্নঃ মানুষের ধ্বংসের প্রধান কারণ কি ?
উত্তরঃ মেজাজের উগ্রতা ।
প্রশ্নঃ কোন্ ব্যক্তির তওবা আল্লাহর দরবারে কবুল হয় না ?
উত্তরঃ গীবতকারীর ।
প্রশ্নঃ কোন্ সূরা পাঠ করিলে কোরআন খতমের সমান ছওয়াব পাওয়া যায় ?
উত্তরঃ সূরা ইখলাস ।
প্রশ্নঃ দুনিয়াতে কোন আসরে শয়তান ওকালতি করে ?
উত্তরঃ বেপর্দার আসরে । বেগানা নর ও নারীগণ বেপর্দায় আসিয়া দাড়াইলে শয়তান আসিয়া কুমন্ত্রণা লাগাইতে থাকে ।
প্রশ্নঃ কোন কাজ করিলে সংসারে সব সময় দেনা লাগিয়াই থাকে ?
উত্তরঃ সন্ধ্যার আগে উঠান ও ঘর ঝাড় না দিলে ।
প্রশ্নঃ কোন কাজ করিলে তাড়াতাড়ি সংসার ধ্বংস হইয়া যায় ?
উত্তরঃ দোকানের পয়সা জেনার কাজে খরচ করিলে ।
প্রশ্নঃ কোন কাজ করিলে ঘর ভিটা শূন্য হইয়া যায় ?
উত্তরঃ রাত্রিকালে ঘর হইতে বাহিরে কুলি ফেলিলে কিংবা কোন উচ্ছিষ্ঠ বা এঁটোপানি নিক্ষেপ করিলে । প্রশ্নঃ কোন্ কাজ করিলে মৃত্যুর সময় দুঃসহ মৃত্যুযন্ত্রণা বোধ করিতে হয় ?
উত্তরঃ লোঁক চলাচলের পথে পায়খানা প্রসাব করিলে কিংবা কাঁটা দ্বারাঁ পথ বন্ধ করিয়া দিলে ।
প্রশ্নঃ কোন কাজ করিলে মানুষ সর্বদা বিপদগ্রস্ত থাকে ?
উত্তরঃ হাঁটিয়া হাঁটিয়া দাঁত খিলাল করিলে ।
প্রশ্নঃ কোন কাজ করিলে মানুষ নানা অশান্তিতে মিরিয়া ধরে ?
উত্তরঃ ঘরের বেড়া ও খুটিতে কিংবা কোন গাছে পান খাওয়া চুন মুছিলে ।
প্রশ্নঃ কোন কাজ করিলে জীবন দুঃখময় হয় ?
উত্তরঃ কোনও ছেলে মেয়ে কিংবা গৃহপালিত পশু পাখিকে লাথি মারলে ।
প্রশ্নঃ কোন্ কাজ করিলে জ্ঞান লোপ পাইয়া যায় ?
উত্তরঃ খাওয়ার সময় হাতের ভর পায়ের উপর রাখিয়া খাইলে ।
প্রশ্নঃ কোন্ কাজ করিলে মানুষ ধনে বংশে নির্বংশ হইয়া যায় ?
উত্তরঃ ঘরবাড়ী ঝাঁটা দিয়া জোরে মাটিতে পিটাইলে ।
প্রশ্নঃ কোন কাজ করিলে রুজির বরকত কমিয়ে যায় ?
উত্তরঃ ঘরের দরজায় কুলি ফেলিলে ।
প্রশ্নঃ কোন্ কাজ করিলে বুদ্ধি নষ্ট হইয়া যায় ?
উত্তরঃ ঘমাইবার সময় কপালে হাত রাখিয়া ঘুমাইলে ।
প্রশ্নঃ কোন্ কাজ করিলে অবাধ্য স্ত্রী চিরদিন স্বামীর বাধ্য হইয়া থাকে ?
উত্তরঃ অবাধ্য স্ত্রী মাথার চুল আনিয়া সম্মানক্ষেত্রের নাম লইয়া গাছের চুড়ায় বাধিয়া রাখিলে ।
প্রশ্নঃ কোন্ জিনিস দেখিয়া উহা প্রকাশ করা নিষেধ ?
উত্তরঃ স্বপ্ন দেখিয়া ।
প্রশ্নঃ কোন কাজ করিলে মাথা ধরা রোগ আরোগ্য হয় ?
উত্তরঃ কপালে পিয়াজের রস মর্দন করিলে ।
প্রশ্নঃ কোন্ কাজ করিলে মাথার খুসকি দূর।
উত্তরঃ মসুর ডাল ভিজানো পানি দ্বারা পর পর কয়েক দিন মাথা সুহলে ।
প্রশ্নঃ কোন কাজ করিলে দাঁত ও মাড়ি মজবুত হয় ?
উত্তরঃ সরিষার তৈলের সহিত লবণ মিশ্রিত করিয়া নিয়মিত দাঁত মাজিলে ।
প্রশ্নঃ কোন্ কাজ করিলে চুল পাকা নির্ধারিত ও চূল উঠা বন্ধ হয় ?
উত্তরঃ প্রত্যহ সকালে নিয়মিত এক তোলা পরিমাণ গণিয়ার রস এক তোল ৷ পরিমাণ রাস্তার রস সেবন করিলে।
প্রশ্নঃ কোন কাজ করিলে প্রস্রাবের জ্বালা - পোড়া নির্ধারিত হয় ?
উত্তরঃ প্রত্যহ রাতে এক তোলা পরিমাণ হিমসাগর পাষাণ ভেদ পাথর চুন , পাথর কুচি পাতার রস নিয়মিত ভাবে এক সপ্তাহ সেবন করিলে ।
প্রশ্নঃ কোন্ জিনিস স্বপ্নে দেখিলে জটিল রোগ হয় ?
উত্তরঃ জোক দেখিলে ।
প্রশ্নঃ কোন জিনিস ভক্ষণ করিয়া পানি পান করা নিষেধ ?
উত্তরঃ ফল ভক্ষণ করিয়া ।
প্রশ্নঃ কোন কাজ করিলে ভবিষ্যৎ জীবন গ্লানিময় হয় ?
উত্তরঃ অট্টহাসি হাসিলে ।
প্রশ্নঃ কোন কাজ করিলে চক্ষু উঠা রোগ আরোগ্য হয় ?
উত্তরঃ থানকুনি পাতার রস লাগাইলে ।
প্রশ্নঃ কোন কাজ করিলে ভাগ্যে বিড়ম্বনা ঘটে ?
উত্তরঃ জামা গায়ে না পরিয়া কাদে লইয়া বেড়াইলে ।
প্রশ্নঃ সর্গ বিষ কিভাবে নাশ করিতে হয় ?
উত্তরঃ দংশিত স্থানে চুন দ্বারা উঠাইয়া উক্ত স্থানে সামান্য অংশ ছুরি দিয়া কেটে মুখ লাগাইয়া বিষ চুষিয়া আনিতে হয় , চোষণে ক্ষতি হয় না বরং পেটে রোগ থাকিলে উহা সারিয়া যায় ।
প্রশ্নঃ কোন কাজ করিলে মানুষের আকস্মিক বিপদে পড়িতে হয় ?
উত্তরঃ পানিতে উলঙ্গ হইয় ৷ গোসল করিলে ।