পৃথিবীর অজানা কিছু তথ্য. ইতিহাসের অজানা তথ্য. বিভিন্ন দেশের অজানা তথ্য

প্রঃ পৃথিবীর কোথায় লোহা খেকো গাছ আছে ? উঃ উড়িষ্যার গন্ধমাদন পাহাড়ে সম্প্রতি এক ধরণের গুল্মের সন্ধান পাওয়া গেছে । যার শেকড় ২৪ ঘন্টার মধ্যে একটি লোহার আলপিনকে হজম করে ফেলে।
প্রঃ পৃথিবীর কোথায় লবণের গাছ রয়েছে ।
উঃ চীন দেশের সিংনহুয়া প্রদেশে । এই গাছের পাতা আর ডালপালা থেকে এক প্রকার সাদা তৈলাক্ত পদার্থ ( রস ) পাওয়া যায় । এর স্বাদ নোনতা । তরকারীতে এ রস দিলে লবণের প্রয়োজন হয় না ।
প্রঃ কোন্ প্রাণী পাঁড়িয়ে ঘুমায় ?
উঃ ঘোড়া ।
প্রঃ কোন্ প্রাণী মুখ দিয়ে খায় এবং মুখ দিয়ে হাগে । ( পায়খানা করে ) ?
উঃ বাঁদুড় ।
প্রঃ কোন্ প্রাণী এক পায়ে দাঁড়িয়ে ঘুমায় ?
উঃ হাঁস ।
প্রঃ কোন্ প্রাণীর দেহ আছে কিন্তু মাথা নেই ?
উঃ কাকড়া ।
প্রঃ কোন প্রাণী সামনের পরিবর্তে পিছনে দৌড়ায় ?
উঃ চিংড়ি মাছ ( জাল মাছ ) ।
প্রঃ কোন্ প্রাণী জিহ্বা দিয়ে শোনে ?
উঃ সাপ ।
প্রঃ কোন্ প্রাণী বাতাস খেয়ে বেঁচে থাকে ?
উঃ শান্ড ।
প্রঃ কোন্ গাছ পাতা থেকে জন্ম নেয় ?
উঃ পাথর কুচি ।
প্রঃ কোন গাছের পাতা ফুটন্ত হাড়ির ভিতর ছাড়িয়া দিলে চাউল আর সিদ্ধ হয় না । চাউলই থেকে যায় ?
উঃ পাথর কুচি গাছের পাতা ।
প্রঃ কোন্ প্রাণীর হাড় নেই ?
উঃ জোঁক ।
প্রঃ কোন প্রাণী ঘুমিয়ে খাবার খায় ?
উঃ ছাগল । চোখ বন্ধ করে প্রায় ঘুমিয়ে জাবর কাটে ।
প্রঃ কোন্ দেশের মেয়েরা সাপের সাথে প্রেম করে ?
উঃ সিকিমের মেয়েরা ।
প্রঃ কোন দেশের লোক কাঠির সাহায্যে ভাত খায় ?
উঃ চীন দেশের লোকেরা ।
প্রঃ কোন ব্যক্তি ব্যাঙ , ইঁদুর , তেলাপোকা , ছুচো এমন কি জ্যান্ত সাপ পর্যন্ত যায় ।
উঃ রংপুর জেলার জলঢাকার আক্কাস আলী ।
প্রঃ কোন্ দেশের প্রেসিডেন্ট একসময় হকারী করে পেপার বিক্রি করতেন ?
উঃ ভারতের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ ।
প্রঃ পৃথিবীর কোথাকার মানুষের পেটে একগোছা চুল পাওয়া গেছে ।
উঃ যোধপুরের সরকারি হাসপাতালে ১৮ বছরের এক ছেলের পেট অপারেশন করে একগোছা চুল পাওয়া গেছে । জানা গেছে গত কয়েক বছর ধরে ছেলেটি পাগল হয়ে ছিল । তাই মানষিক ভারসাম্য হারিয়ে এ ঘটনা ঘটেছে ।
প্রঃ পৃথিবীর কোথায় ভাল্লুকের চোখে অপারেশন করা হয়েছে ।
উঃ চীনের পিঙ্গু কাউন্টিতে একটি ১২ বছরের ভাল্লুকের বাঁ চোখে ছানি দেখা দিয়েছিল । সেই চোখ অস্ত্রপচার করা হয়েছে বর্তমানে ভাল্লুকটি সুস্থ আছে এবং সব দেখতে পাচ্ছে ।
প্রঃ পৃথিবীর কোথায় ব্যাঙের বিয়ে হয়েছে ?
উঃ যখন এক ফোটা পানির অভাবে লক্ষ্য লক্ষ একর জমির ফসল শুকিয়ে যাচ্ছিল ঠিক তখন ভারতের বারপুর জেলার অধিবাসীরা বৃষ্টির দেবতা ইন্দ্রকে সন্তুষ্ট করার জন্য দুটি ব্যাঙকে ধরে এনেছিল তার মধ্যে একটি বর আর একটি কনে । বর ব্যাঙ এর নাম দেওয়া হয়েছিল ' মেঘরাজ ' আর কনের নাম রেখেছিল ' মছলে রানী ' গ্রামের সবাইকে দাওয়াত করে বাদ্য বাজিয়ে ধুমধাম করে খাইয়ে বিয়ের মন্ত্র পড়িয়ে বিয়ে দিয়েছে । এ আশায় যে দেবতা যেন খুশি হয়ে বৃষ্টি দেয় ।
 প্রঃ পৃথিবীর কোথায় গাঁজার জাদুঘর রয়েছে ?
উঃ এই বিচিত্র যাদুঘর রয়েছে আস্তার্ডাসে । এই যাদুঘরে বিভিন্ন গাঁজা রয়েছে এবং সেগুলো সেবনের ও চাষের ইতিহাসও রয়েছে ।
প্রঃ পৃথিবীর কোথায় কাগজের তৈরি বাড়ির ছাদ রয়েছে ?
উঃ
ভারতের জোড়াহাটে বিশেষ ধরণের কাগজের তৈরি বাড়ির ছাদ রয়েছে , যা আগুনে পুড়বে না , রোদ , পানি ঢুকবে না ।
প্রঃ পৃথিবীর কোন্ মহিলা এক সঙ্গে ৭ সন্তান জন্ম দিয়েছে ?
উঃ গুজরাটের রাজকোট জেলার সারিঙ্গপুর গ্রামের এক গৃহবধূ এক সঙ্গে ৫ টি ছেলে ও ২ টি মেয়ে মোট ৭ টি সন্তান জন্ম দিয়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে ।
প্রঃ পৃথিবীর কোন্ ব্যক্তি চুল দিয়ে গাড়ি টানে এবং দাঁত দিয়ে গাড়ী ইচ্ছেমত ঘোরাতে পারেন ?
উঃ সৌদি আরবের ৪০ বছরের এক ব্যক্তি চুল দিয়ে গাড়ী টানেন এবং দাঁত দিয়ে কামড়ে ধরে সেই গাড়ী ইচ্ছেমত ঘুরাতে গারেন ।
প্রঃ পৃথিবীর কোন্ ব্যক্তি রাগ করে কুকুরকে কামড় দিয়েছিল ?
উঃ মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের রবার্ট অলিফসেন তার পোষ্য কুকুর দুষ্টমি করায় , রাগ থামাতে না পেরে কুকুরকে উচিৎ শিক্ষা দেওয়ার জন্য তার নাক কামড়ে নিয়েছিলেন ।
إرسال تعليق (0)
أحدث أقدم