লক্ষণঃ-
হঠাৎ করে কাপুনি দিয়ে জ্বর আসে আবার হঠাৎ করে ছাড়ে । শরীর ব্যথা , মাথা দপদপ্রা , তৃষ্ণা , কখনাে কাশি , কখনাে প্রচণ্ড ঘাম প্রভৃতি লক্ষণ দেখা দেয় । অ্যানােফিলিস নামক মশার কামড়ে এই রােগের জীবাণু শরীরে প্রবেশ করে ।
চিকিৎসাঃ-
১০ গ্রাম চিরতা , ১০ গ্রাম গুলঞ্জ , ১০ গ্রাম কটকী ১০ গ্রাম ক্ষেতাপড়া , ১০ গ্রাম তুলসীপাতা , ৫ গ্রাম বাসকপাতা ১ কেজি পানিতে সিদ্ধ করতে হবে । ২০০ ঘাম হলে নামিয়ে ঠাণ্ডা করে হেঁকে রেখে দিতে হবে । রােজ সকাল ও সন্ধায় আধকাপ । করে মধু মিশিয়ে খেতে হবে । ৭ দিন ।
পথ্যঃ-
ও জ্বর থাকলে ভাত না খাওয়া উচিত । রুটি খাওয়া ভালো ।
হঠাৎ করে কাপুনি দিয়ে জ্বর আসে আবার হঠাৎ করে ছাড়ে । শরীর ব্যথা , মাথা দপদপ্রা , তৃষ্ণা , কখনাে কাশি , কখনাে প্রচণ্ড ঘাম প্রভৃতি লক্ষণ দেখা দেয় । অ্যানােফিলিস নামক মশার কামড়ে এই রােগের জীবাণু শরীরে প্রবেশ করে ।
চিকিৎসাঃ-
১০ গ্রাম চিরতা , ১০ গ্রাম গুলঞ্জ , ১০ গ্রাম কটকী ১০ গ্রাম ক্ষেতাপড়া , ১০ গ্রাম তুলসীপাতা , ৫ গ্রাম বাসকপাতা ১ কেজি পানিতে সিদ্ধ করতে হবে । ২০০ ঘাম হলে নামিয়ে ঠাণ্ডা করে হেঁকে রেখে দিতে হবে । রােজ সকাল ও সন্ধায় আধকাপ । করে মধু মিশিয়ে খেতে হবে । ৭ দিন ।
পথ্যঃ-
ও জ্বর থাকলে ভাত না খাওয়া উচিত । রুটি খাওয়া ভালো ।