ভালবাসার নতুন ছন্দমালা_

১/ভালবাসা ভাল বটে বেশি ভাল নয় , বেশি হলে তাসের ঘর ধ্বংস হয়ে যায় ।

২/স্বর্গ হতে আসে প্রেম স্বর্গে হয় লীন । প্রেমের অনির্বাণ শিখা জ্বলে চিরদিন।

৩/বন্ধু তোমার দিবার মত আরতাে কিছু নাই , আছে শুধু ভালবাসা দিলাম আমি তাই।

৪/চাঁদের কলঙ্ক আছে কাঁটা আছে , ফুলে , আসামীর মুক্তি আছে ক্ষমা আছে ভুলে।
إرسال تعليق (0)
أحدث أقدم