ফুল প্রকৃতির সবচেয়ে সুন্দর অবদান । ফুলের জগৎ দৃশ্যত যতটা,দৃষ্টিনন্দন ততটাই উপকারী । ফুলের রঙিন পাপড়ির মােড়কে লুকোনাে থাকে প্রকৃতির অনবদ্য নির্যাস যা রূপচর্চার জন্য অসাধারণ । ফুলের সুবাস যেমন মন মাতায় , খােলা চুলে , গন বেণীতে খোপায় ফুলের সাজ আপনার সৌন্দর্যে এক অনন্য মাত্রা যােগ করবে । এছাড়া ফুলের রস নিরাময় করে শরীরের অভ্যন্তরীণ সমস্যা । শুধুমাত্র নিরাময় গুণ নয় , ত্বকও চুলের সৌন্দর্য বৃদ্ধিতেও ফুলের রস বিশেষ গুণ সম্পন্ন উপাদান । রােগ নিরাময়ে এবং রূপচর্চায় ফুলের ব্যবহার সুপ্রাচীন । রাজবৈদ্যথেকে শুরু করে কবিরাজ চিকিৎসা পদ্ধতিতে ফুল দিয়ে তৈরি হত অব্যর্থ ঔষুধ । সেই অব্যর্থ ঔষুধের গুণ সমৃদ্ধ ফুলের কিছু ব্যবহার সমন্ধে কিছু কথা বললেই নয় ।
আজকাল নানা রঙে হাইব্রিড জবা দেখতে পাওয়া যায় । কিন্তুু রূপচর্চার জন্য শুধুমাত্র লাল জবার ব্যবহার করুন । লাল জবার পঞ্চমুখী জবার ব্যবহারই উল্কষ্ট । জবার মতাে ফুলের মধ্যে লুকিয়ে রয়েছে অকালে চুল পাকা রােধের ক্ষমতা । এবার পাপড়ি বেটে আমলার রসের সঙ্গে মিশিয়ে রাতভর রেখে দিন লােহার পাত্রে । পরদিন চুলের গােড়ায় গায়ে বিলি কেটে লাগান । একই অনুপাতে জবার রস ও জলপাই বাটা চলে । লাগালে অল্প বয়সে চুল পাকার হাত থেকে রেহাই পেতে পারেন ।
*&*জবা*&*ফুলের কিছু গুণ*&*
জবা-Hibiscus_China rose_আজকাল নানা রঙে হাইব্রিড জবা দেখতে পাওয়া যায় । কিন্তুু রূপচর্চার জন্য শুধুমাত্র লাল জবার ব্যবহার করুন । লাল জবার পঞ্চমুখী জবার ব্যবহারই উল্কষ্ট । জবার মতাে ফুলের মধ্যে লুকিয়ে রয়েছে অকালে চুল পাকা রােধের ক্ষমতা । এবার পাপড়ি বেটে আমলার রসের সঙ্গে মিশিয়ে রাতভর রেখে দিন লােহার পাত্রে । পরদিন চুলের গােড়ায় গায়ে বিলি কেটে লাগান । একই অনুপাতে জবার রস ও জলপাই বাটা চলে । লাগালে অল্প বয়সে চুল পাকার হাত থেকে রেহাই পেতে পারেন ।