*অতি গরমের সময় কাঁচা আম পুড়িয়ে সরবত করে খেলে শরীর ঠান্ডা থাকে।
*আগুনে পুড়ে গেলে আম পাতার প্রলেপ লাগালে উপকার পাওয়া যাবে।
*আম গাছের ছাল বেটে (২ চা চামচ) ৪৫০ গ্রাম পানিতে সেদ্ধ করে যখন পানি শুকিয়ে ১০০ গ্রাম থাকবে তখন তা পান করলে কৃমু রোগ সারবে।
*বমি বমি ভাব হলে কচি আম পাতার ঘি ও চন্দন মাখিয়ে শুঁকলে বমি ভাব কমবে।
*দুই চা চামচ আম গাছের ছাল বেটে নিয়ে টক দইয়ের সঙ্গে মিশিয়ে খেলে পেটের অসুখ আমাশয় সারে।
*কচি আমের কুশি বাটা,১ টা চাঁপা কলা ও গরুর দুধ একসঙ্গে চটকে খেলে মেয়েদের প্রদর রোগ সারে। ৭ দিন খেতে হবে।
*আমের কুশী রৌদ্রে শুকিয়ে গুঁড়ো করে নস্য নিলে-নাক দিয়ে টানলে-নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়।
*বেশি মাংস খাওয়ার কারণে যদি বদহজম হয় তাহলে আমের কুশী বা কাঁচা আম বাটা খেলে তার উপশম হয়।
Tags:
সুন্দর স্বাস্থ্য টিপস্