কোন কাজের কি ফল-জীবন কিভাবে সুন্দর করা যায় । কোন কাজ করিলে হাঁপানী রোগ ভাল হয় । কোন কাজ করিলে চুল উঠা রোগ ভাল হয়।

প্রশ্নঃ কোন্ কাজটিতে পুরুষ পরাজিত হইলে পায় ভীষণ যন্ত্রণা আর নারী পরাজিত হইলে পায় পরম আনন্দময় তৃপ্তি ।
উত্তরঃ কাজটি হইল যৌন মিলন।

প্রশ্নঃ কোন কাজ করিলে বুদ্ধি লোপ পাইয়া যায় ? উত্তরঃ বাসী দুগ্ধ গরম না করিয়া প্রত্যহ পান করিলে । 

প্রশ্নঃ কোন্ কাজ করিলে উপার্জনের বরকত কমিয়া যায় ?
উত্তরঃ উপার্জনের টাকা অবৈধ কাজে ব্যয় করা ও জুয়া বা নেশা করিলে ।

প্রশ্নঃ কোন্ কাজ করিলে ভীষণ কবর আজাব হয় ? উত্তরঃ প্রস্রাবের পর লজ্জাস্থান পানি দ্বারা ধৌত না করিলে বা কুলুব ব্যবহার না করিলে ।

প্রশ্নঃ কোন্ কাজ করিলে মাতা - পিতা সস্তানের অমঙ্গল ডাকিয়া আনে ?
উত্তরঃ মাতা - পিতা ঘুমন্ত ছেলে - মেয়েদের বিছানায় বসিয়া খাদ্য খাইলে ।

প্রশ্নঃ কোন্ কাজের দ্বারা সংসারে অভাব হয় ও বরকত চলিয়া যায় ?
উত্তরঃ অলস বা বেকার বসে থাকা ও হিসাব ছাড়া চলা ফেরা করিলে।

 প্রশ্নঃ কোন্ কাজ করিলে কঠিন রোগে আক্রান্ত হইতে হয় ?
উত্তরঃ সর্বদা দাঁড়াইয়া পানি পান করিলে ।

প্রশ্নঃ কোন্ কাজ করিলে জ্বিন পরী আছর করে না ? উত্তরঃ ইয়া হাফিজু লিখিয়া সঙ্গে রাখিলে ।

প্রশ্নঃ কোন্ কাজ করিলে কোন দিনই তার অভাব মোচন হয় না ?
উত্তরঃ যৌবন কালের অলসতা ও হিসাব ছাড়া চলার কারণে ।

প্রশ্নঃ কোন্ তিন ব্যক্তি বেহেস্তে যাইবে না ?
উত্তরঃ জুলুম কারী , জুলুমের সাহায্য কারী , অন্যায় ভাবে স্বার্থের জন্য মানুষ হত্যাকারী ।

প্রশ্নঃ কোন্ কাজ করিলে সংসারে সর্বদা দেনা লাগিয়াই থাকে ?
উত্তরঃ আয় বুঝে ব্যয় না করা সঞ্চয়ের কোন চিন্তা না করিলে এবং হিসাব ছাড়া ব্যয় করিলে।


প্রঃ কোন কাজ করিলে রাতাকানা রোগ ভাল হয় ?
উঃ জোনাকী পোকা পিষিয়া খাইলে ।

প্রঃ কোন কাজ করিলে গোড়া বা ভাল হয় ?
উঃ হিজল বা বাদ্য গাছের রস লাগাইলে ।

প্রঃ কোন কাজ করিলে কলিজা জলিয়া যায় ?
উঃ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ধুমপান করিলে।

প্রঃ কোন কাজ করিলে খিচা রোগভাল হইয়া যায় ?
উঃ ঘুম থেকে উঠে হাত মুখ ধুইয়া প্রতিদিন ১ গ্লাস পানি পান করিলে ।

প্রঃ কোন কাজ করিলে প্রসাবে জ্বালা পোড়া ভাল হইয়া যায় ?
উঃ পাথর কুচি পাতার রস ১ তোলা পরিমাণ ১ সপ্তাহ সেবন করিলে ।

প্রঃ কোন কাজ করিলে চুল উঠা রোগ ভাল হয় ?
উঃ প্রত্যহ সকালে ১ তোলা পরিমাণ রাস্লার রস সেবন করিলে।

প্রঃ কোন কাজ করিলে দাঁত ও মাড়ি মজবুত হয় ?
উঃ সরিষার তৈলের সাথে লবণ মিশ্রিত করে নিয়মিতদাঁত মাজিলে।

প্রঃ কোন কাজ করিলে মাথার খুসকি দুর হয় ?
উঃ মসুল ডাল ভিজানের পানি দ্বারা কয়েকদিন মাথা ধুইলে।

প্রঃ কোন কাজ করিলে মাথা ব্যথা ভাল হয় ? ষ
উঃ কপালে পিয়াজের রস মর্দন করলে ।

প্রঃ কোন কাজ করিলে চিকন বক্তি মোটা হয় ?
উঃ প্রচুর পরিমাণ পানি ও চর্বি জাতীয় খাদ্য খেলে । 

প্রঃ কোন কাজ করিলে হাঁপানী রোগ ভাল হয় ?
উঃ শ্বেত আকন্দের হাল অথবা কালো ধুতরা গাছ রোদে শুকিয়ে তামাকের মত ধুমপান করলে ।

প্রঃ কোন কাজ করিলে বাচ্চাদের বিছানায় প্রসাব করা বন্ধ হয়ে যায় ?
উঃ বিছানার নীচের মাটি খোলায় ভেজে পানি দ্বারা বাড়ি বানিয়ে কয়েকদিন খাওয়ালে ।

প্রঃ কোন সময় মোরগ ডাকিলে কি হয়?

উ:-শনিবরে সন্ধায় ডাকিলে,প্রচুর ধন সম্পদ লাভ হইবে,রবিবারের সন্ধায় ডাকিলে-মেহমান আসিবে।সোমবারের সন্ধায় ডাকিলে-বাড়িতে কাহারো অসুখ হবে।
-মঙ্গলবারের সন্ধায় ডাকিলে-ধন সম্পদ লাভ হইবে।
বুধবারের সন্ধায় ডাকিলে-বাড়ির কাহারো সন্তান জন্মিবে বা বিবাহ হবে।
-বৃহস্পতিবারের সন্ধায় ডাকিলে-সে বিরান হইবে।
শুক্কুরবারের সন্ধায় ডাকিলে-সে বাড়ি আগুনে পুড়বে।
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন