চাঁদ হতে পৃথিবীর দূরত্ব কত ? কোহিনুর নামের অর্থ কি ? World facts Countries english and bangla । Allpost24.com

প্রশ্নঃ ঔসামাবিন লাদেনকে হত্যার জন্য পরিচালিত অভিযানের নাম কি ?

উঃ অপারেশন জেরোনিমো ।


প্রশ্নঃ ওসামাকে মার্কিন বাহিনী কবে হত্যা করে ?

উঃ ২০১১ সালে ২ মে পাকিস্তানের ইসলামাবাদের অ্যাবোটাবাদ শহরে ।


প্রশ্নঃ বিশ্বের কতটি দেশে ওবামার শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে ?

উঃ ৩৪ টি ।


প্রশ্নঃ ওসামাবিন লাদেন কবে কোথায় জন্মগ্রহণ করেন ?

উঃ ১৯৫৭ সালের ১০ মার্চ সৌদি আরবের রিয়াদে ।


প্রশ্নঃ ওসামাবিন লাদেনের ভাই বোনের সংখ্যা কত ?

উঃ ৫২ জন ।


প্রশ্নঃ ভাই বোনের মধ্যে ওসামা কত তম ?

উঃ ১১ তম ।


প্রশ্নঃ হোয়াইট হাউজ কি ?

উঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন ।


আমেরিকা কত সালে স্বাধীনতা অর্জন করে ?

উঃ ১৭৭৬ সালের ৪ ই জুলাই ।


বিশ্বের সবচেয়ে দামী বই কোন্‌টি ?

উঃ কোকেডম আতলান্তিস কুস । দাম ১ লক্ষ ২০ হাজার টাকা ।


কোন্ খাদ্য ১০০ গ্রামের দাম ২০,০০০ টাকা ?

উঃ স্পেনের “ স্যাকরণ " ।


চীনের প্রাচীর কত মাইল লম্বা ?

উঃ ১৬৮৪ মাইল ।


কোন্ ব্যক্তি প্রতি মিনিটে ৩২৭ টি শব্দ বলতে পারতেন ?

উঃ জন , এফ , কেনেডী , সাবেক মার্কিন প্রেসিডেন্ট ।


কোন্ অশিক্ষিত রাষ্ট্রনায়ক ৫০০০ বই একটানা মুখস্ত বলতে পারতেন ?

উঃ দক্ষিণ আফ্রিকার সাবেক রাষ্ট্রনায়ক জন খ্রীস্টান সুমস ।


কোহিনুর কি ?

উঃ কোহিনুর একটি বিখ্যাত ভারতীয় হীরক ।


বর্তমানে ইংল্যান্ডের রাজমুকুটে এটি খচিত । রাজীব গান্ধি হত্যার বোমা বহনকারী মহিলার নাম কি ? উঃ নলীনি ।


ইরাকের পূর্ব নাম কি ছিল ?

উঃ মেসেপটেমিয়া ।


বিশ্ববিখ্যাত কোন লেখক গাঁজা খাইতেন ?

উঃ শেক্সপিয়র ।


ইসরাইল রাষ্ট্রের জন্ম হয় কত সালে ?

উঃ ১৯৪৮ সালে ।


চাঁদ হতে পৃথিবীর দূরত্ব কত ?

উঃ ৩,৮৪,০০০ কি : মি : ।


কোন্ শিশু ( ৪-৫ ) বয়সে ইসলামের যে কোন প্রশ্নের সদুত্তর দিতে পারেন ?
উঃ শায়েখ , শরফুদ্দিন আল খলিফা

সাম্প্রতিক সময়ে কত তারিখে ইরাকের উপর সন্ত্রাসবাদী আমেরিকা আগ্রাসনকারী বুশ বর্বরোচিত হামলা শুরু করেছে ?
উঃ কল্পিত সন্ত্রাসের জনক বুশ ও তার দোসররা গত ১৯ শে মার্চ ২০০৩ ইং তারিখে ।


প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কত সালে কোথায় জন্ম গ্রহণ করেন ?
উঃ ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন জন্মগ্রহণ করেন- ১৯৩৭ সালের ২৮ এপ্রিল তারিখে তিকরিত শহরের কাছে আল আউজা গ্রামে ।

সাদ্দাম হোসেনের পিতার নাম কি ?
উঃ সাদ্দাম হোসেনের পিতা হলেন হোসেন আল মজিদ ।

সাদ্দাম হোসনের মায়ের নাম কি ?
উঃ সাদ্দাম হোসেনের মায়ের নাম সুভা হাসান ।

সাদ্দাম হোসেনের শিক্ষাগত যোগ্যতা কি ?
উঃ সাদ্দাম হোসেন ১৯৭৬ সালে সামরিক বিজ্ঞানে অনার্স ডিগ্রী লাভ করেন । এছাড়াও তিনি মিশরের রাজধানী কায়রোর আইন কলেজে ১৯৬২-৬৩ সালে আইন বিষয়ে লেখাপড়া করেন । এবং আইনের উপর ডিগ্রী লাভ করেন । পরবর্তীতে তিনি বাগদাদ বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে আইনের উপর সম্মান সূচক ডক্টরেট ডিগ্রী লাভ করেন ।



প্রশ্নঃ কোন্ দেশে লোক মারা গেলে গাছের উপর কবর দেওয়া হয় ?
উঃ মালয়েশিয়ার আমবায়না দ্বীপের উপজাতীয় লোক ।

কোন দেশের মেয়েরা সাপের সাথে প্রেম করে ?
উঃ সিকিমের মেয়েরা ।


বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে ?
উঃ ১৯৪৫ সালে ।

বিশ্বের সর্ব বৃহৎ মটর সাইকেল নির্মাতা কোম্পানী কোন্‌টি ?
উঃ হোল্ডা মটর কোম্পানী ।

প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বেশী স্বর্ণ উত্তোলিত হয় কোন্ দেশে ?
উঃ দক্ষিণ আফ্রিকায় ।


কোন্ সাপ আকাশে উড়তে পারে ?
উঃ প্যারাডাইস ট্রি স্নেক ।

কোন প্রাণীর ৮ শত ৮৬ টি পা আছে ?
উঃ উলুকা , ইহা দেখেই বিজ্ঞানীরা ট্রেন তৈরী করেন ।

কোন প্রাণীর জিহ্ববা ঐ প্রাণীর চেয়ে বড় ?
উঃ গিরগিটি ।

কোন্ প্রাণী ১৭০ ফুট লম্বা ?
উঃ লাইনাস লংগিমাস নামক সামুদ্রিক প্রাণী

কোন্ প্রাণীর যতবারই দাঁত পড়ে ততবারই দাঁত উঠে ?
উঃ কুমির ।

কোন্ পাখি রক্ত খেয়ে বেঁচে থাকে ?
উঃ আমাজানের রক্তচোষা বাদুর

কোন্ পাখি অন্যের খাদ্য চুরি করে খায় ?
উঃ লুটেরা পাখি ।

বিশ্বের বৃহত্তম সামুদ্রিক পাখি কোন্‌টি ?
উঃ অ্যালবাট্রস ।

কোন্ প্রাণীর কান নেই ?
উঃ সাপ ।

কোন প্রাণীর কান হাঁটুতে থাকে ?
উঃ ফড়িং

কোন্ প্রাণী দিনে চোখে দেখে না ?
উঃ বাদুর ।

কোন্ মাছ হাঁটতে পারে ?
উঃ এ্যাংলার ফিস ।

কোন প্রাণীর মাংসে প্রোটিন সবচেয়ে বেশী ?
উঃ মুরগী ।

কোন্ মাছে প্রোটিন সবচেয়ে বেশী ?
উঃ শোল মাছে ?

কোন্ মাছে খাদ্য শক্তি সবচেয়ে বেশী ?
উঃ ইলিশ মাছ ।

কোন্ প্রাণীর মুখ সবচেয়ে বড়
উঃ জল হস্তী ।

কোন্ প্রাণী মানুষের মত কথা বলতে পারে ?
উঃ পরপয়েস নামক সামুদ্রিক প্রাণী ।

কোন্ প্রাণীর দুধ মাটিতে পড়ামাত্রই শক্ত হয়ে যায় ?
উঃ বাঘ ।

কোন্ পশু শব্দ করিতে পারেনা ?
উঃ জিরাফ ।

কোন পাখি প্রতি মুহুর্তে রং বদলায় ?
উঃ হার্মিং বার্ড ।

কোন্ জন্তু বড় বড় গাছ কেটে নদীতে বাঁধ দিতে পারে ?
উঃ বিভার ।


কোন্ গাছের রস মানুষ দুধ হিসাবে খায় ?
উঃ আমেরিকার জঙ্গলের বাসিলাম উইঢিলে গাছের রস ।

কোন্ দেশের মেয়েরা মেয়েদের বিয়ে করে ?
উঃ আফ্রিকার জঙ্গলে বসবাসকারী অধিবাসীদের মেয়েরা ।

কোন্ দেশের মেয়েরা এখনও পাতার পোশাক পরে ?
উঃ ভারতের রাইখোন জঙ্গলের মেয়েরা ।


কোন্ ঘড়ি মানুষের মত কথা বলে ?
উঃ জাপানের সিকো কোম্পানীর সুইজওয়াব এস বি এসএস ০০১ ঘড়ি ।

দেহে কত মিনিট রক্ত চলাচল বন্ধ থাকলে মানুষ মারা যায় ?
উঃ ৫ মিনিট ।


একজন মানুষের দেহে কত লিটার পানি থাকে ?
উঃ সাধারণতঃ খেলা ধূলা করে এমন পুরুষের দেহে ৫.৫ লিটার এবং নারী দেহে ৪.৫ লিটার ।

পৃথিবীর কোন্ দেশের মানুষেরা নাক দিয়ে বাঁশী বাজায়
উঃ ফিলিপাইনের বন্টক উপজাতির লোকেরা নাক দিয়ে বাঁশি , বাজায় ।
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন