প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের জাতির জনক কে ?
উঃ জর্জ ওয়াশিংটন ।
প্রশ্নঃ বাংলা ভাষায় বাংলাদেশের প্রথম চলচ্চিত্রের নাম কি ?
এটি কত সালে মুক্তি পায় ?
উঃ বাংলাদেশের প্রথম চলচিত্রের নাম মুখ ও মুখোশ । এটি মুক্তি পায় । ১৯৫৬ সালে ।
প্রশ্নঃ প্রথম বিশ্বকাপ ক্রিকেট কথন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
উঃ ১৯৭৫ সালের ৭ ই মে ইংল্যান্ডে ।
প্রশ্ন জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উঃ ১৯৪৫ সালের ২৪ শে অক্টোবর ।
প্রশ্নঃ টাইটানিক কবে ধ্বংস প্রাপ্ত হয় ?
উঃ ১৯১২ সালের ৩০ শে এপ্রিল ।
প্রশ্নঃ বিশ্বের একমাত্র ও প্রথম উড়ন্ত চক্ষু হাসপাতালের নাম কি ?
উঃ অরবিস ।
প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম কি ?
উঃ জর্জ ওয়াশিংটন ।
প্রশ্নঃ বাংলাদেশের সব চাইতে বড় হাসপাতাল কোনটি ?
উঃ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ।
প্রশ্নঃ পৃথিবীর সবচাইতে বড় রেডিও স্টেশন কোনটি ?
উঃ ভোয়া ( ভয়েস অফ আমেরিকা ) , ৪০ টি ভাষায় অনুষ্ঠান প্রচার করা হয় ।
প্রশ্নঃ বি , বি , সি শব্দের পুরে অর্থে কি ?
উঃ বৃটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন ।
প্রশ্নঃ বাংলাদেশের আয়তন কত ?
উঃ ১,৪৭,৫৭০ বর্গ কিঃমিঃ ।
প্রশ্নঃ বাংলাদেশের কোন্ ব্যক্তি একটানা ৪২ ঘন্টা ডুব দিয়ে পানির নীচে থাকতে পারে ?
উঃ খুলনার নওশের আলী ।
প্রশ্নঃ মানুষের পরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি ?
উঃ ডলফিন ।
প্রশ্নঃ বর্তমান বিশ্বের কত লোক এইডস ভাইরাসে আক্রান্ত ?
উঃ ৪ কোটি ( প্রায় ) । ( বিবিসি তথ্য ) ।
প্রশ্নঃ বর্তমান বাংলাদেশে সর্বশেষ তথ্যানুযায়ী ভোটার সংখ্যা কত ?
উঃ সর্বশেষ তথ্যানুযায়ী ভোটার সংখ্যা ৮ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৮ জন ।
প্রশ্নঃ পৃথিবীর কোথায় গাঁজার জাদুঘর রয়েছে ?
উঃ এই বিচিত্র যাদুঘর রয়েছে আন্তার্ভাসে । এই যাদুঘরে বিভিন্ন গাঁজা রয়েছে এবং সেগুলো সেবনের ও চাষের ইতিহাসও রয়েছে ।
প্রশ্নঃপৃথিবীর কোথায় ব্যাঙের বিয়ে হয়েছে ?
উঃযখন এক ফোটা পানির অভাবে লক্ষ্য লক্ষ একর জমির ফসল শুকিয়ে যাচ্ছিল ঠিক তখন ভারতের বারপুর জেলার অধিবাসীরা বৃষ্টির দেবতা ইন্দ্রকে সন্তুষ্ট করার জন্য দুটি ব্যাঙকে ধরে এনেছিল তার মধ্যে একটি বর আর একটি কনে । বর ব্যাঙ এর নাম দেওয়া হয়েছিল ' মেঘরাজ ' আর কনের নাম রেখেছিল ' মছলে রানী ' গ্রামের সবাইকে দাওয়াত করে বাদ্য বাজিয়ে ধুমধাম করে খাইয়ে বিয়ের মন্ত্র পড়িয়ে বিয়ে দিয়েছে । এ আশায় যে দেবতা যেন খুশি হয়ে বৃষ্টি দেয় ।
প্রশ্নঃ পৃথিবীর কোন ব্যক্তি রাগ করে কুকুরকে কামড় দিয়েছিল ?
উঃ মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের রবার্ট অফিসেন তার পোষ্য কুকুর দুষ্টমি করায় , রাগ থামাতে না পেরে কুকুরকে উচিৎ শিক্ষা দেওয়ার জন্য তার নাক কামড়ে নিয়েছিলেন ।
প্রশ্নঃ পৃথিবীর কোথায় কাগজের তৈরি বাড়ির ছাদ রয়েছে ?
উঃভারতের জোড়াহাটে বিশেষ ধরণের কাগজের তৈরি বাড়ির ছাদ রয়েছে , যা আগুনে পুড়বে না , রোদ,পানি ঢুকবে না ।
প্রশ্নঃ পৃথিবীর কোন ব্যক্তি তার সম্পত্তি কুকুর বিড়ালকে দান করে গেছেন ?
উঃমিশরের কায়রো শহরের এক কোটিপতি ব্যক্তি তার সমস্ত সম্পত্তি পোষা কুকুর ও বিড়ালকে উইল করে দিয়ে গেছেন । তার মতে মানুষ বিশ্বাস ঘাতক কিন্তু কোন জন্তু বিশ্বাস ঘাতকতা করেনা ।
প্রশ্নঃ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক পরাশক্তি দেশ কোনটি ?
উঃ চীন ।
প্রশ্নঃ বাংলাদেশে মুল চালু হয় কত সালে ?
উঃ ১ লা মার্চ ১৯৭৫।
প্রশ্নঃ জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীতে বাংলাদেশের স্থান কত ?
উঃ নবম ।
প্রশ্নঃ কোন শহর সাতটি পাহাড়ের উপর নির্মিত ?
উঃ ইতালির রোম ।
প্রশ্নঃ আমেরিকা কয়টি প্রদেশ নিয়ে গঠিত ?
উঃ ৫১ টি ।
প্রশ্নঃ বিশ্বের কোন্ দেশে ১৫০ বছরে এখনো নির্বাচন হয়নি ?
উঃ সিঙ্গাপুর ।
প্রশ্নঃ বাংলাদেশের কোন্ কোন্ ( টাকা ) সরকারি এবং কোন্ কোন্ নোট ( টাকা ) ব্যাংকের ।
উঃ ১ টাকা ও ২ টাকার নোট সরকারি এবং বাকী সব ( নোট ) টাকাগুলি ব্যাংকিং ।
প্রশ্নঃ বর্তমান বিশ্বে জনসংখ্যা কত ?
উঃ ৭০৫ কোটি ২১ লক্ষ ( ২০১২ সাল পর্যন্ত )
প্রশ্নঃ কোন প্রাণী সূর্যের আলোতে কোন সরঞ্জাম ছাড়াই ১ কোটিরও বেশি রকমের জিনিস চিনতে পারে ?
উঃ মানুষ ।
প্রশ্নঃ বাংলাদেশের কোন জায়গায় কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ?
উঃ বড় পুকুরিয়া , দিনাজপুর ।
প্রশ্নঃ পৃথিবীর কোন্ বৃহত্তম শহর সমুদ্রে অবস্থিত ?
উঃ জোহর বাহারু ওয়াটার ফ্রন্ট সিটি , মালয়েশিয়া ।
প্রশ্নঃ পৃথিবীতে সবচেয়ে কোন্ ভাষা বেশি প্রচলিত ?
উঃ ইংরেজী ।
প্রশ্নঃ বর্তমান বাংলাদেশে কতটি দেশী - বিদেশী এনজিও সংস্থা কর্মরত রয়েছে ।
উঃ বর্তমান বাংলাদেশে দেশী - বিদেশী মোট ১৭০৫ টি এনজিও সংস্থা কর্মরত রয়েছে । এর মধ্যে ১৫৮৫ টি বিদেশী এনজিও রয়েছে ।
প্রশ্নঃ ইংরেজী সাল গণনা শুরু হয় কবে থেকে ?
উঃ ঈসা ( আঃ ) -এর জন্মদিন থেকে ।
প্রশ্নঃ সাম্প্রতিক সময়ে বিশ্বের কোন দেশে সবুজ বৃষ্টি হয়েছে ?
উঃ পশ্চিমবঙ্গের বশিরহাট এলাকায় এই সবুজ বৃষ্টি হয়েছে ।
প্রশ্নঃ বাংলাদেশে সম্প্রতি কোথায় স্বর্ণ ও হীরার সন্ধান পাওয়া গেছে ?
উঃ বড় পুকুরিয়া কয়লা খনিতে ।
প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোন দেশে অবস্থিত এটির নাম কি ?
উঃ দক্ষিণ মস্কোর লেলিন হিলস এ এই বিশ্ববিদ্যালয় অবস্থিত । এই বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে - এম.ভি . লমোনসত্ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় । এতে ৫০ হাজার টি কা রয়েছে । এই বিশ্ববিদ্যালয়টি ১৯৪৯ সাল থেকে ১৯৫৩ সালে নির্মিত হয় ।
প্রশ্নঃ পৃথিবীর কোথায় লবণের গাছ রয়েছে ।
উঃ চীন দেশের সিংনহুয়া প্রদেশে । এই গাছের পাতা আর ডালপালা থেকে এক প্রকার সাদা তৈলাক্ত পদার্থ ( রস ) পাওয়া যায় । এর স্বাদ নোনতা । তরকারীতে এ রস দিলে লবণের প্রয়োজন হয় না ।
প্রশ্নঃ কোন্ প্রাণী দাঁড়িয়ে ঘুমায় ?
উঃ ঘোড়া ।
প্রশ্নঃ কোন্ প্রাণী এক পায়ে দাঁড়িয়ে ঘুমায় ?
উঃ হাঁস ।
প্রশ্নঃ কোন্ প্রাণীর দেহ আছে কিন্তু মাথা নেই ?
উঃ কাকড়া ।
প্রশ্নঃ কোন্ প্রাণী জিহ্বা দিয়ে শোনে ?
উঃ সাপ
প্রশ্নঃ কোন্ প্রাণী বাতাস খেয়ে বেঁচে থাকে ?
উঃ শাতা ।
প্রশ্নঃকোন্ গাছ পাতা থেকে জন্ম নেয় ?
উঃ পাথর কুচি ।
প্রশ্নঃ কোন গাছের পাতা ফুটন্ত হাড়ির ভিতর ছাড়িয়া দিলে চাউল আর সিদ্ধ হয় না । চাউলই থেকে যায় ?
উঃ পাথর কুচি গাছের পাতা ।
প্রশ্নঃ কোন্ প্রাণীর হাড় নেই ?
উঃ জোঁক ।
প্রশ্নঃ কোন প্রাণী ঘুমিয়ে খাবার খায় ?
উঃ ছাগল । চোখ বন্ধ করে , প্রায় ঘুমিয়ে জাবর কাটে ।
প্রশ্নঃ কোন দেশের মেয়েরা সাপের সাথে প্রেম করে ?
উঃ সিকিমের মেয়েরা ।
প্রশ্নঃ কোন্ দেশের লোক কাঠির সাহায্যে ভাত খায় ?
উঃ চীন দেশের লোকেরা ।
প্রঃ কোন্ ব্যক্তি ব্যাঙ , ইঁদুর , তেলাপোকা , ছুচো এমন কি জ্যান্ত সাপ পর্যন্ত যায় ।
উঃ রংপুর জেলার জলঢাকার আক্কাস আলী ।
গ্রঃ কোন দেশের প্রেসিডেন্ট একসময় হকারী করে পেপার বিক্রি করতেন ?
উঃ ভারতের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ ।
প্রশ্নঃ ঢাকা সর্বপ্রথম কত সালে রাজধানী স্বীকৃতি লাভ করে ?
উঃ ১৬১০ সালে ।
প্রশ্নঃ জাতিসংঘের হিসাব অনুযায়ী ২০৫০ সালে বিশ্বের মোট জনসংখ্যা কত হবে ?
উঃ ৯০০ কোটি ।
প্রশ্নঃ কোন্ শহরকে দিনে দুইবার ধৌত করা হয় ?
উঃ সিংগাপুর ।
প্রশ্নঃ কোন দেশে ময়লা আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় ?
উঃ জার্মানীতে ।
প্রশ্নঃ প্রথম কত সালে বাংলাদেশে কম্পিউটার আসে ?
উঃ ১৯৮১ সালে ।
প্রশ্নঃ বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য ?
উঃ ১৩৬ তম সদস্য ।
প্রশ্নঃ পবিত্র কোরআন শরীফের বাংলা অনুবাদ সর্বপ্রথম কে করেন ?
উঃ গিরিশ চন্দ্র সেন ,
প্রশ্নঃ জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি ?
উঃ ইন্দোনেশিয়া ।
প্রশ্নঃ ইংরেজরা বাংলায় কখন আসে ও কত বছর এদেশ শাসন করেন ?
উঃ ২২ শে সেপ্টেম্বর ১৫৯৯ সালে । প্রায় দুইশত বছর শাসন করেন ।
প্রশ্নঃ একজন সুস্থ মানুষ ২৪ ঘন্টায় কতবার শ্বাস - প্রশ্বাস নেয় ?
উঃ ২৩০৪০ বার ।
প্রশ্নঃ কোন্ দেশে লাইসেন্স ছাড়া দাড়ি রাখলে জরিমানা দিতে হয় ।
উঃ রোমানীয়ায় ।
প্রশ্নঃ বাংলাদেশের কোন্ নদী সারা পৃথিবীতে বিখ্যাত এবং কেন ?
উঃ যমুনা নদী । কারণ , এক পাশে ঘোলা পানি , আরেক পাশে পরিষ্কার পানি ।
প্রশ্নঃ বাংলাদেশে লোক সংখ্যা কত ?
উঃ ১৫ কোটি ১৬ লক্ষ জন প্রায় ( সরকারি অর্থনৈতিক সমীক্ষা ২০১২ )
প্রশ্নঃ বাংলাদেশে হাসপাতাল কয়টি ?
উঃ সরকারি ১৩৬২ টি ।
প্রশ্নঃ দেশে কতটি বেসরকারি হাসপাতাল ক্লিনিক রয়েছে ?
উঃ ২৩৯৭ টি
প্রশ্নঃ বাংলাদেশ রেলওয়ের দৈর্ঘ্য কত ?
উঃ ২৭৯৯.৯২ কিঃ মিঃ ।
প্রশ্নঃ বাংলাদেশ রেল পথের মাপ কত ?
উঃ ব্রড গেজ ৫ " - ৬ " মিটার গেজ ৩ " -৩.৭৫ " ।
প্রশ্নঃ জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ সম্প্রতি কবে পরলোকগমণ করেন ?
উঃ ২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্কের ম্যানহাটনের বেলত্যূ হাসপাতালে ।