অজানা পৃথিবীকে জানতে হবে। জানা অজানা বিশ্বের কিছু অবাক করা তথ্য । কত টাকা কাবিন করিলে কত ফি দিতে হয় ?

অজানা পৃথিবীকে জানতে হবে।

প্রঃ পৃথিবীর কোথায় ভাসমান দ্বীপ রয়েছে ?
উঃ জার্মানীতে । গাছে বাতাস লাগলে দ্বীপটি পালতোলা নৌকার মত ভেসে বেড়ায় ।
প্রঃ পৃথিবীর কোথায় রবার পর্বত রয়েছে ?
উঃ ব্রাজিলের মিনাস জারায়েস অঞ্চলে ।
প্রঃ পৃথিবীর কোন্ দেশের মেয়েদের বিয়ের আগে আস্ত মুরগীর বাচ্চা কাঁচা গিলে খেতে হয় ?
উঃ আফ্রিকার কঙ্গোর অধিবাসী ' বান্ডা ' গোত্রের মেয়েদের ।
প্রঃ পৃথিবীর কোথাকার লোকেরা স্ত্রী মারা গেলে দাড়ি , মাটি দিয়ে লেপে শোক প্রকাশ করে ?
উঃ অস্ট্রেলিয়ার আদিবাসীরা ।
প্রঃ পৃথিবীর কোথায় সোনার মন্দির আছে ?
উঃ ভারতের বেনারসের মন্দির ।
প্রঃ পৃথিবীর কোথায় ৪ হাত , ৪ পা , ৩ চোখ বিশিষ্ট এক অদ্ভুত শিশুর জন্ম হয়েছে ?
উঃ ঠাকুরগী গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী আকলিমার গর্ভে এ অদ্ভুত শিশুর জন্ম হয়েছে ।
প্রঃ পৃথিবীর কোন্ ব্যক্তি শুধু মাত্র ঘাস খেয়ে ১৫ বছর বেঁচে ছিল ?
উঃ যুগোশ্লাভিয়ার ডেস্কনামক ব্যক্তি ।
প্রঃ পৃথিবীর কোন শহরকে কসাইখানা বলা হয় ?
উঃ আমেরিকার শিকাগো শহরকে ।
প্রঃ কোন্ প্রাণী শব্দ করতে পারে না ? 
উঃ জিরাফ ।
প্রঃ পৃথিবীর কোন্ প্রাণী প্রতিমুহূর্তে রং বদলায় ?
উঃ হার্মিং বার্ড ।
প্রঃ পৃথিবীর কোন্ দেশে গাছ পালার জন্য হাসপাতাল আছে ?
উঃ জার্মানীর ফ্রাংফুট শহরে ।
প্রঃ পৃথিবীর কোথায় রাবারের রাস্তা আছে ?
উঃ প্যারিস শহরে ।
প্রঃ কোন্ দেশের মাটি সাবান হিসাবে ব্যবহার করা হয় ?
উঃ গ্রীসের আরজেনটরিয়া দ্বীপের মাটি।
প্রঃ কোন্ ঘড়ি অবিকল মানুষের মত কথা বলে ?
উঃ জাপানের সিকো কোম্পানীর ০০১ ঘড়ি ।
প্রঃ কোথাকার মানুষেরা নাক দিয়ে বাঁশী বাজায় ?
উঃ ফিলিপাইনের ‘ বনট ' উপজাতিরা ।
প্রঃ পৃথিবীর কোন্ ব্যক্তি টাকা দিয়ে ঘর সাজিয়েছিল ?
উঃ লেবাননের সোহেল করণী ব্যক্তি । তার ঘরের সমস্ত দেয়ালে আঠা দিয়ে টাকা লাগিয়েছিল ।
প্রঃ বাংলাদেশের কোন জেলার রাস্তা দিয়ে হেলিকপ্টার চলে ?
উঃ সাতক্ষীরা জেলায় হেলিকপ্টার নামক এক প্রকার ( বিশেষ তৈরি ) সাইকেল চলে ।
প্রঃ পৃথিবীর কোথাকার মেয়েরা নাকফুল হিসাবে তালা ব্যবহার করে ? উঃ পশ্চিম আফ্রিকার ' জেরমা ' উপজাতির মেয়েরা ।
প্রঃ পৃথিবীর কোন্ দেশে মড়ল মাতব্বরদের কবর পানির নিচে দেওয়া হয় ? 
উঃ শর্টল্যান্ড দ্বীপের গিসু উপজাতির । 
প্রঃ পৃথিবীর কোন্ প্রাণীর জীহ্বা তার দেহের চেয়ে তিনগুণ বেশি লম্বা হয়ে থাকে? 
উঃ লিমপেট নামক সামুদ্রিক শামুকের । 
প্রঃ পৃথিবীর সবচেয়ে দীর্ঘ জীবী প্রাণীর নাম কি ? 
উঃ কচ্ছপ প্রায় ২০০০ বছর বাঁচে । 
প্রঃ পৃথিবীর কোথায় অপরাধের জন্য ঘোড়াকে ফাঁসি দেওয়া হয় ? 
উঃ ১৬১০ সালে স্কটল্যান্ডে । ঘোড়ার অপরাধ ছিল চোরের সাথে সেচ্ছায় চলে যাওয়া । 
প্রঃ পৃথিবীর কোথায় স্বামীদেরকে নিজ স্ত্রীকে প্রতিবছর কিনে নিতে হয় ? 
উঃ পূর্বভারতের মনিপুর রাজ্যের ' সাবিউ ' গোত্রের পুরুষদের । 
প্রঃ পৃথিবীর কোথায় পাগলদের সম্মেলন হয়েছে ? 
উঃ বাংলাদেশের মেহেরপুর শহরের ঐতিহাসিক সামসুজ্জোহা পার্কে । 
প্রঃ পাখা নেই তবুও কোন পাখী আকাশে উড়তে পারে ? 
উঃ উচ্ছুক পাখী । 
প্রঃ পৃথিবীর কোন্ দেশের কোন ব্যাঙ আকাশে উড়তে পারে ? 
উঃ ইন্দোনেশিয়ার বাকো কোরাস ব্যাঙ । 
প্রঃ পৃথিবীর কোথাকার পুরুষেরা গহনা ও বোরখা পরে থাকে ? 
উঃ আফ্রিকার সাহারা অঞ্চলের মুসলিম অধিবাসীরা ।
প্রঃ পৃথিবীর কোথায় সাত শয়তানের আজব রাস্তা এখন ও আছে ?
উঃ জার্মানীর একটি রাস্তার নাম ।
প্রঃ পৃথিবীর কোন্ দেশের মেয়েরা ইচ্ছামত ১৮ বার স্বামী পাল্টাইতে পারে ? 
উঃ ভারতের ' ভড্ডা ' গোত্রের মেয়েরা , তাদের এ অধিকার আছে রয়েছে । 
প্রঃ পৃথিবীর কোথাকার মেয়েরা যুবতী হলে অন্তত একবার সূর্যের সাথে বিয়ে দিতে হয় ?
 উঃ ভারতের গঞ্জামের ' সুব্রা ' গোত্রের মেয়েদের । 
প্রঃ পৃথিবীর কোথাকার লোকেরা তীর ধনুকট দিয়ে মাছ শিকার করে ? 
উঃ আফ্রিকার উগান্ডা ও মিশরের মধ্যবর্তী এলাকার নিমল জায়গার অধিবাসীরা।
প্রঃ পৃথিবীর কোথায় চুল গাছ আছে ? 
উঃ অস্ট্রেলিয়ায় এক প্রকার গাছ আছে যার পাতা হুবাহু চুলের মত দেখতে হয় ।
প্রঃ কোথাকার লোকেরা কুমিরের দাঁতের তৈরি ছোরা বা চাক্কু ব্যবহার করে থাকেন ?
উঃ নিউগিনীর ' কাম পঙ ' নদীর তীরবর্তী এলাকার লোকেরা ব্যবহার করে ।
 প্রঃ পৃথিবীর কোথায় ইঁদুরের মন্দির রয়েছে ?
উঃ ভারতের রাজস্থানে । 
প্রঃ পৃথিবীর কোথায় পানির নিচে রেলস্টেশন আছে ? 
উঃ জাপানে । 
প্রঃ কোন্ ব্যক্তি জীবন্ত সাপ ভক্ষণ করতে পারে ? 
উঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর এলাকার পসাদপুরের আইনাল ।

প্রশ্নঃ কোন্ দেশে রাজা , মন্ত্রী , উপমন্ত্রী , সৈন্য কিছুই নেই ?
উঃ ফিনল্যান্ডে ।
প্রশ্নঃ মহাশূন্যে বিজ্ঞানীরা যে বাড়ীটি নির্মাণ করেছেন ইহার ওজন কত ?
উঃ ৫০০ টন ।
প্রশ্নঃ কোন দেশে তিন বৎসরের শিশু সন্তানকে সাঁতার শেখানো হয় ?
উঃ জার্মানীতে
প্রশ্নঃ আদমজী পাটকল করে বন্ধ করে দেওয়া হয় ?
প্রশ্নঃ কোন্ দেশের মেয়েরা নাক ফুল হিসাবে তালা ব্যবহার করে ?
উঃ পশ্চিম আফ্রিকার জেরমা উপজাতির মেয়েরা ।
প্রশ্নঃ সাত শয়তানের রাস্তা কোথায় অবস্থিত ?
উঃ জার্মানীর জেভার শহরে । ?
প্রশ্নঃ পৃথিবীর কোন দেশের মানুষের গায়ের রং নীল ইয়েমেনের সাবাতের গারুই গোত্রের লোকদের
উঃ গায়ের রং নীল হয় ।
প্রশ্ন কোন দেশের বিয়ের আসরে কনে উপাস্থিত না থেকে কনের প্রতিনিধি হিসাবে একটি উট থাকে ?
উঃ কাশ্মীরে হিন্দুদের মধ্যে বিয়ের আসরে কনে নিজে উপস্থিত থাকে না , তার প্রতিনিধি হিসাবে একটি উট থাকে ।
প্রশ্নঃ পৃথিবীর কোন্ দেশের মানুষেরা টাকা হিসাবে ডুগডুগি জাতীয় বাদ্যযন্ত্র ব্যবহার করে থাকে ?
উঃ ইন্দোনেশিয়ায় আলোর দ্বীপে ।
প্রশ্নঃ কত টাকা কাবিন করিলে কত ফি দিতে হয় ?
উঃ প্রথম হাজারে ৫০ টাকা এবং পরবর্তী প্রতি হাজারে ১০ টাকা ।
প্রশ্নঃ কোন দেশে আসামীদের বাড়ীতে খাওয়া দাওয়া করে জেলখানায় গিয়ে থাকতে হয় ?
উঃ মেক্সিকোতে ।
প্রশ্নঃ পৃথিবীর কোথায় ছয় মাস দিন আর ছয় মাস রাত ?
উঃ উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে ।
প্রশ্নঃ পৃথিবীর কোন স্থান সবচেয়ে বেশি গরম ?
উঃ আজিজিয়া ( আফ্রিকা ) তাপমাত্রা ১৩৬.৪০ ফারেন হাইট ।
প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থান কোনটি ? উঃ দক্ষিণ মেরু অঞ্চল ।
প্রশ্নঃ কোন্ কোন্ তারিখে পৃথিবীর দিন ও রাত সমান হয় ?
উঃ ২১ শে মার্চ ও ২৩ শে সেপ্টেম্বর ।
প্রশ্নঃ কোন্ দিনটি সবচেয়ে বড় এবং কোন্ দিনটি সবচেয়ে ছোট ?
উঃ ২১ শে জুন সবচেয়ে বড় এবং ২২ শে ডিসেম্বর সবচেয়ে ছোট দিন ।
প্রশ্নঃ খাঁটি সোনা চেনার উপায় কি ?
উঃ নাইট্রিক এসিডের সাহায্যে । খাঁটি সোনায় এসিডের দাগ লাগে না ।
প্রশ্নঃ বর্তমান ফুটবল বিশ্বকাপের নাম কি ? উঃ ফিফা ।
প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে ছোট রাষ্ট্রের নাম কি এবং লোকসং খ্যা কত ?
উঃ ভ্যাটিক্যান সিটি । লোকসংখ্যা ৮৫০ জন ।
প্রশ্নঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়সের প্রয়োজন ?
উঃ ২৫ বছর ।
প্রশ্নঃ বিশ্বে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের সংখ্যা কতটি ?
উঃ ৭ টি ।
প্রশ্নঃ কোন্ মহাদেশে লোক বাস করে না ।
উঃ এন্টার্কটিকা ।
প্রশ্নঃ বাংলাদেশে অস্ত্র নির্মাণ কারখানা কয়টি এবং কোথায় অবস্থিত ?
উঃ ১ টি । টঙ্গী , গাজীপুরে অবস্থিত ।
প্রশ্নঃ বর্তমান একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস বিশ্বে কতটি দেশে পালিত হচ্ছে।
উঃ ১৯২ টি দেশে ।
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন