প্রঃ কোন কাজ করিলে বংশ নিবংশ হয়ে যায় ?
উঃ জাঁড় দিয়ে জোরে মাটিতে পিটালে ।
প্রঃ কোন কাজ করিলে স্ত্রী স্বামীকে ফেলে চলে যায় ?
উঃ স্বামী পায়ের নীচে কাপড় ঝুলিয়ে পড়লে ।
প্রঃ কোন কাজ করিলে বাড়ীতে অগ্নিকান্ড ঘটে ?
উঃ অবলা নারীর সরল বিশ্বাসে প্রতি বিশ্বাসঘাতকতা করলে ।
প্রঃ কোন কাজ করিলে নারী অকারে বিধবা হয় ?
উঃ গোসল করে ভিজা কাপড় নিংড়ানো পানি পায়ে ফেললে অকারে বিধবা হয়।
প্রঃ কোন কাজটি করিলে কবরে ভীষণ আযাব হয় ?
উঃ প্রসাবের পর লজ্জাস্থান ধৌত না করলে কবরে ভীষণ আযাব হয়।
প্রঃ কোন কাজ করিলে রহমতের ফেরেশতা বাড়ী ছেড়ে চলে যায় ?
উঃ রাত্রিতে ঘর জাঁড় দিয়ে ময়লা বাইরে ফেললে ।
প্রঃ কোন কাজ করিলে শয়তান তাকে দোস্ত বলে স্বীকার করে ?
উঃ আল্লাহকে গালি দেলে।
প্রঃ কোন কাজ করিলে মৃত্যুর আগে ভিক্ষা করে খেতে হয় ?
উঃ ফলবান বৃক্ষের গোড়ায় প্রসাব পায়খানা করলে ।
প্রঃ কোন সময় যাত্রা করল সে যাত্রার নির্ঘাত মৃত্যু হয় ?
উঃ গরুতে হাছি দেওয়ার সময় যাত্রা করলে ।
প্রঃ কোন কাজ করিলে কোলের সস্তান অকালে মারা যায় ?
উঃ ঘুমস্ত ছেলে মেয়ে কোলে নিয়ে খানা খেলে ।
প্রঃ কোন কাজ করিলে সংসারে ঝগড়া বিবাদ লেগে থাকে ?
উঃ শিকায় ভাঙ্গা হাড়ি পাতিলে ঝুলিয়ে রাখলে ।
প্রঃ কোন কাজ করিলে স্ত্রী উপর থেকে স্বামীর মহব্বত চলে যায় ?
উঃ স্বামীর সঙ্গে ঘেনর করলে ।
প্রঃ কোন কাজ করিলে নারীর কাঁদিতে কাঁদিতে জীবন যায় ?
উঃ পান খিয়ে জিহ্বা উল্টিয়ে দেখলে ।
প্রঃ কোন কাজ করিলে গৃহের শাস্তি চলে যায় ?
উঃ ঘরে মাকড়সার জাল থাকলে ।
প্রঃ কোন জিনিস দেখলে যাত্রা করলে যাত্রার অমঙ্গল ঘটে ?
উঃ ভাঙ্গা কলসী ও ঝাটার মুড়া দেখে যাত্রা করলে ।
প্রশ্নঃ কখন দাম্পত্য জীবন অশান্তিময় হয় ?
উত্তরঃ যখন স্ত্রী স্বামীকে অথবা স্বামী স্ত্রীকে সন্দেহ করে ।
প্রঃ কোন কাজ করিলে চেহারা বিগড়াইয়া যায় ?
উঃ ঝাটার শলা দ্বারা দাঁত খিলাল করলে ।
প্রঃ কোন কাজ করিলে স্মরণ শক্তি কমে যায় ।
উঃ বাসী দুগ্ধপান করলে ।
প্রশ্নঃ কোন দুটি বিষয় স্ত্রীর নিকট প্রকাশ করিতে নাই ?
উত্তরঃ স্বামীর সহিত পূর্বে কখনও কোন মেয়ের সাথে গোপন সম্পর্কের কথা এবং খুবই মারাত্মক ধরণের গোপন বিষয় যা প্রকাশ হইলে জীবনে ঝুকি আসবে ।
প্রশ্নঃ স্ত্রীর কোন রূপ স্বামীকে দেখায় না অথচ অন্য পুরুষকে দেখায় ?
উত্তরঃ বিধবা হওয়ার রূপ ।
প্রশ্নঃ কোন্ কাজের দ্বারা গোয়াল ঘর গরু শূন্য হইয়া যায় ?
উত্তরঃ নাপাক শরীরে গোয়াল ঘরে প্রবেশ করিলে ।
প্রশ্নঃ কোন্ গোয়ালের গরু হয় চির রোগা ?
উত্তরঃ যে গোয়াল ঘর অপরিষ্কার , নোংরা রাখা হয় ও যে গোয়াল ঘর দক্ষিণ দুয়ারী থাকে ।
প্রশ্নঃ কোন্ নারীর সংসারে অভাব দুর্গতি লাগিয়াই থাকে ?
উত্তরঃ যে নারী হিসাব ছাড়া সংসার পরিচালনা করে ও আয় বুঝে ব্যয় না করে।