নারী-পুরুষের রাশীফল গণনা । কুম্ভ রাশির দাম্পত্য জীবন । সিংহ রাশির বিবাহ যোগ । কোন রাশি সব থেকে ভালো ।

#বৃষ রাশির নারী - পুরুষ
পুরুষঃ বৃষ রাশির পুরুষগণ সুন্দর চেহারা বিশিষ্ট হইয়া থাকে । অবশ্য মাথার কেশাদম পাতলা হয় । মিষ্টি আওয়াজের কথা বলে এবং স্বভাব কোমর হয় ।
নারীঃ বৃষ রাশির নারীরা মধ্যমাকৃতি বিশিষ্ট । উহাদের চক্ষু বড় সুন্দর হয় । কণ্ঠস্বর মধুর , শয়ন করতে ভালবাসে ।
#মিথুন রাশির নারী - পুরুষ
পুরুষঃ এই রাশির পুরুষগণ সাধারণতঃ ক্ষীণাঙ্গ হয় কিন্তু বিদ্যা - বুদ্ধিতে অপ্রতিদ্বন্দ্বী । সদা প্রফুল্ল মন এবং কোমতলা এক বিশেষ গুণ ।
নারীঃ মিথুন রাশির নারীগণ অত্যাধিক সুন্দর হয় , উহাদের শারীরিক গঠন কিঞ্চিত হালকা পাতলা গঠনের স্বামী সেবা ও মুরব্বি ভক্তি এদের এক বিশেষ স্বভাব ।
#কর্কট রাশির নারী - পুরুষ
পুরুষঃ এই রাশির পুরুষের অন্তর মােমের মত নরম । ইহাদিগকে সকলেই ভালবাসে । কিন্তু স্ত্রীর সহিত সর্বদাই ঝগড়া লাগিয়া থাকিবে ।
নারীঃ কর্কট রাশির নারীগণ রূপবর্তী হবে ইহারা স্বামীর সেবায় নিজ দিকে বিলিয়ে দেবে পরিষ্কার পচ্ছিন্নতা উহারা খুব পছন্দ করে ।
#সিংহ রাশির নারী - পুরুষ
পুরুষঃ সিংহ রাশির পুরুষের বুকে পিঠে তিল দেখা যায় । ইহারা অতিশয় প্রচন্ড স্বভাব এবং ক্রদ্ধ স্বভাবের হইয়া থাকে ।
নারীঃ সিংহ রাশির নারীরা রূপবান হয় । উহারা স্বামীর সঙ্গে সুখের সংসার কাটাবে । উহারা গৃহকর্মে যথিস্ট পারদর্শিনী হবে ।
#কন্যা রাশির নারী - পুরুষ
পুরুষঃ কন্যা রাশির পুরুষগণ সাধারণতঃ ক্ষীণ দেহী হয়ে । মেজাজ অত্যন্ত ঠান্ডা , স্বভাব সূলভ কোমল কথায় যে কোন লোককে ভুলাইয়া ফেলিবে । কাজে গমন করিতে ভীত নহে ।
নারীঃ কন্যা রাশির নারীদের দেহের গঠনাকৃতি অতি সুন্দর অঙ্গ পতঙ্গ । অতিশয় নিখুঁত । গমন ভঙ্গি মোড়লের ন্যায় বাড়ি বাড়ি ভ্রমনের স্বভাব ।
#তুলা রাশির নারী - পুরুষ
পুরুষঃ এই রাশির পুরুষের বক্ষে একক তিলক চিহ্ন বর্তমান স্বভাবে চরিত্র অতি উত্তম ৷ গৰ্ব্বীব দুঃখীকে সর্বদা দান দক্ষিণা দ্বারা উপকার করে । পবিত্রতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে ।
নারীঃ তুলা রাশির নারীগণ অত্যন্ত রূপবতী হয় । কণ্ঠস্বর মিষ্টি হয় । শুরু উক্তি উহাদের বিশেষ স্বভাব । অত্যন্ত ধর্মপ্রাণ হবে ।


Related Tag...

কোন রাশির সাথে কেমন হবে আপনার প্রেমের সম্পর্ক,
বৃশ্চিক রাশির প্রেম,
কোন রাশির ছেলেরা স্বামী হিসেবে কেমন,
তুলা রাশির বিবাহ যোগ,
কন্যা রাশির প্রেম,
কোন রাশির মেয়েরা সবচেয়ে ভালো,
কোন রাশির মেয়েদের প্রতি ছেলেরা দুর্বল,

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন